DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

শার্শায় সড়ক দুর্ঘটনায় দু’সাংবাদিকসহ আহত-৪

Abdullah
অক্টোবর ১৩, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় সড়ক দুর্ঘটনায় দু’সাংবাদিকসহ আহত-৪

বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের শার্শায় এশিয়ান টেলিভিশনের যশোর প্রতিনিধি সেলিম আহমেদ ও দৈনিক নওয়াপাড়া পত্রিকার বাগআঁচড়া প্রতিনিধি জয়নাল আবেদীন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

আজ শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে নাভারণ-সাতক্ষীরা সড়কের চারা বটতলা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত সাংবাদিকদের সহকর্মী ও স্থানীয়রা জানান, রাতে পারিবারিক কাজের প্রয়োজনে সাংবাদিক সেলিম আহমেদ, সাংবাদিক জয়নাল আবেদীন ও অপর একজন সফর সঙ্গীকে নিয়ে মোটরসাইকেল যোগে কলারোয়ায় যাচ্ছিলেন। প্রতি মধ্যে চারা বটতলা নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যান চালকসহ চারজন গুরুতর আহত হয়।

এসময় স্থানীয়দের মাধ্যমে তাদের অন্যান্য সহকর্মীদের খবর দিলে সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১