DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ২রা অক্টোবর ২০২৩
ঢাকাসোমবার ২রা অক্টোবর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনা সর্বোত্তম সেবাদানকারী দক্ষ রাষ্ট্রনায়ক-হুইপ স্বপন

Online Incharge
জুন ৩, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

শেখ হাসিনা সর্বোত্তম সেবাদানকারী দক্ষ রাষ্ট্রনায়ক-হুইপ স্বপন

জয়পুরহাট প্রতিনিধিঃ

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বিশ্বব্যাপী করোনার অভিঘাত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, জ্বালানির সীমাহীন মূল্যবৃদ্ধির চাপ সামলানো বাংলাদেশের মত অতি জনবহুল ছোট্ট রাষ্ট্রের জন্য একটি চরম দুরূহ কাজ। অনেক বৃহৎ অর্থনীতির রাষ্ট্র চরম সংকটে উপনীত হয়েছে। বাংলাদেশ এই চরম সংকট দক্ষতার সঙ্গে মোকাবেলা করছে কেবলমাত্র দক্ষ, পরিশ্রমী ও মানবিক রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার জন্য। দীর্ঘ অভিজ্ঞতা, জনসমস্যা বিষয়ে তার জ্ঞানের গভীরতা, সবদিকে তীক্ষ্ম নজরদারি, গরিব মানুষের প্রতি আন্তরিক দরদ ও সদা কর্মতৎপরতার সঙ্গে রাষ্ট্রের নেতৃত্ব দিচ্ছেন তিনি, অপরদিকে কৃষক, শ্রমিক, শিল্প মালিক, সেবা প্রদানে নিযুক্ত নাগরিকরা নিরলস পরিশ্রম করছেন। নেতা ও জনতার সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ প্রতিকূলতা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে চলছে।

 

জয়পুরহাট-২ নির্বাচনী এলাকার আক্কেলপুর পৌর এলাকায় অনুষ্ঠিত পৃথক পৃথক সাতটি দোয়া মাহফিল এবং উন্নয়ন ও জনআকাঙ্ক্ষা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

 

তিনি বলেন, আগামী দিনেও রাষ্ট্রের স্টিয়ারিং এই দক্ষ দেশপ্রেমিক নেতার হাতে থাকলে বাংলাদেশকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। কারণ সমগ্র বিশ্বে আজ প্রমাণিত বাঙালির আপন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্বোত্তম সেবা প্রদানকারী দক্ষ রাষ্ট্রনায়ক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ ও মানুষের কল্যাণে নৌকা মার্কায় ভোট দিয়ে দক্ষতার অনন্য শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য জনগণের প্রতি বিনীত অনুরোধ করেছেন তিনি।

 

দিনব্যাপী অনুষ্ঠিত অনুষ্ঠানগুলোতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারন সম্পাদক ও জয়পুরহাট চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আলহাজ্ব আহসান কবীর এবলব, পৌর মেয়র শহিদুল আলম চৌধুরী, আওয়ামী লীগ নেতা মাহফুজা সুলতানা মলি, আতিকুজ্জামান মিঠু প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩৪
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫১
  • ৪:০৬
  • ৫:৪৯
  • ৭:০২
  • ৫:৪৯