সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৯:৪২:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- / ১১৮৩ বার পড়া হয়েছে
সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকরা।
আজ বৃুধবার (৮ অক্টোবর) সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নসহ জেলা সদর এবং সকল উপজেলার পেশাজীবি সাংবাদিকদের ব্যানারে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাংবাদিকরা খাগড়াছড়িতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ভাবে হেনস্তাসহ মৃত্যুর ঝুঁকিতে থাকে। এতে সরকারি প্রশাসনের উদাসিনতার কারণে সাংবাদিকদের উপর দুর্বৃত্তদের হামলার স্বীকার হন। সাংবাদিক সমাজের পেশাগত দায়িত্ব পালনে ন্যায়সঙ্গত বিচারের দাবিকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূসসহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তব্য রাখেন।
মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি শেষে সাংবাদিকরা খাগড়াছড়ি জেলা প্রসাশনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারক লিপি পেশ করেন।




















