ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বাংলাদেশের ১১ জেলাকে সংযুক্ত করে বানাতে চায় ‘গ্রেটার ত্রিপুরা ল্যান্ড’ Logo সীমান্তে সেনা বাড়াচ্ছে ভারত-মিয়ানমার, বাংলাদেশ করছে প্রত্যাহার! Logo আ.লীগের আগ্রাসনের প্রতিবাদে পানছড়িতে যুবদলের বিক্ষোভ মিছিল Logo তাড়াইলে ধলা ইউপি চেয়ারম্যান ঝিনুক গ্রেফতার Logo কিশোরগঞ্জে চবি চাকসুর জিএস সাঈদ বিন হাবিবকে বর্ণাঢ্য সংবর্ধনা Logo কিশোরগঞ্জে জেলা প্রশাসক ফৌজিয়া খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে আ.লীগের মিছিল: সাবেক প্রতিমন্ত্রীসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা Logo প্রাথমিক শিক্ষকদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার Logo রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ Logo নভেম্বরের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহে ৪৮.৭ শতাংশ বৃদ্ধি

হিন্দু ভাইয়ের সৎকার করল মুসলিম বোন

News Editor
  • আপডেট সময় : ১১:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • / ১০৮৪ বার পড়া হয়েছে

সম্প্রীতির বাতাবরণ এখনো এই দেশ থেকে একেবারে ঘুঁচে যায়নি। এখনো কিছু মানুষ রয়েছেন যাঁরা ধর্মের বিভেদে বিশ্বাস করেন না। সম্পর্কই যাঁদের কাছে শেষ কথা। হিন্দু বা মুসলিম তাঁদের কাছে স্রেফ তকমা হয়েই থেকে যায়। অসমের শিবসাগরে এক মুসলিম যুবতী সেটাই প্রমাণ করে দেখালেন। হিন্দু ভাইয়ের সৎকার করলেন তিনি নিজে। এক যুবকের আত্মীয়-স্বজন কেউ এগিয়ে না আসায় তাঁর মুখাগ্নি করলেন সেই যুবতী নিজেই। শিবসাগরের এই ঘটনা এখন সারা দেশের সামনে নতুন উদাহরণ সৃষ্টি করেছে।

মুসলিম বোনের হিন্দু ভাই। সেই মুসলিম যুবতীর সঙ্গে হিন্দু যুবকের ভাই-বোনের থেকেও বেশি বড় সম্পর্ক ছিল। ধর্ম তাদের সম্পর্কের মাঝে কখনো প্রাচীর হয়ে দাঁড়ায়নি। সেই যুবক আচমকাই মারা যাযন। যুবকের নিকটাত্মীয়রা কেউই সৎকারের জন্য এগিয়ে আসেনি। কিন্তু এগিয়ে এলেন তাঁর মুসলিম বোন। মুস্কান বেগম নামের ওই মহিলা তাঁর হিন্দু ভাইকে শ্মশানে নিয়ে গেলেন। তাঁর মুখাগ্নি করলেন। মুস্কান বেগম অবশ্য এই ঘটনাকে তেমন আমল দিচ্ছেন না। প্রিয় ভাইকে হারিয়ে তিনি এখন শোকে স্তব্ধ। কারো সঙ্গেই তেমন কথা বলছেন না তিনি। 

আরও পড়ুন–  ব্যবসা করছে তারা, ছোট হতে হচ্ছে আমাকে, ফারিন

হিন্দু ভাইয়ের মুখাগ্নির কথা নিয়ে সংবাদমাধ্যমের সামনেও কিছু বলতে অস্বীকার করেছেন তিনি। শুধু এইটুকুই বলেছেন, তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। এর থেকে বেশি কিছু করেননি। তাই সংবাদমাধ্যমের সামনে তাঁর বলার কিছুই নেই। তিনি না বুঝলেও গোটা দেশ বুঝতে পারছে, ধর্ম নিয়ে হানাহানির এই কঠিন সময়ে দাঁড়িয়ে মুস্কান বেগম সম্প্রীতির কত বড় নজির গড়লেন!

হিন্দু ভাইয়ের সৎকার করল মুসলিম বোন

আপডেট সময় : ১১:৪৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০

সম্প্রীতির বাতাবরণ এখনো এই দেশ থেকে একেবারে ঘুঁচে যায়নি। এখনো কিছু মানুষ রয়েছেন যাঁরা ধর্মের বিভেদে বিশ্বাস করেন না। সম্পর্কই যাঁদের কাছে শেষ কথা। হিন্দু বা মুসলিম তাঁদের কাছে স্রেফ তকমা হয়েই থেকে যায়। অসমের শিবসাগরে এক মুসলিম যুবতী সেটাই প্রমাণ করে দেখালেন। হিন্দু ভাইয়ের সৎকার করলেন তিনি নিজে। এক যুবকের আত্মীয়-স্বজন কেউ এগিয়ে না আসায় তাঁর মুখাগ্নি করলেন সেই যুবতী নিজেই। শিবসাগরের এই ঘটনা এখন সারা দেশের সামনে নতুন উদাহরণ সৃষ্টি করেছে।

মুসলিম বোনের হিন্দু ভাই। সেই মুসলিম যুবতীর সঙ্গে হিন্দু যুবকের ভাই-বোনের থেকেও বেশি বড় সম্পর্ক ছিল। ধর্ম তাদের সম্পর্কের মাঝে কখনো প্রাচীর হয়ে দাঁড়ায়নি। সেই যুবক আচমকাই মারা যাযন। যুবকের নিকটাত্মীয়রা কেউই সৎকারের জন্য এগিয়ে আসেনি। কিন্তু এগিয়ে এলেন তাঁর মুসলিম বোন। মুস্কান বেগম নামের ওই মহিলা তাঁর হিন্দু ভাইকে শ্মশানে নিয়ে গেলেন। তাঁর মুখাগ্নি করলেন। মুস্কান বেগম অবশ্য এই ঘটনাকে তেমন আমল দিচ্ছেন না। প্রিয় ভাইকে হারিয়ে তিনি এখন শোকে স্তব্ধ। কারো সঙ্গেই তেমন কথা বলছেন না তিনি। 

আরও পড়ুন–  ব্যবসা করছে তারা, ছোট হতে হচ্ছে আমাকে, ফারিন

হিন্দু ভাইয়ের মুখাগ্নির কথা নিয়ে সংবাদমাধ্যমের সামনেও কিছু বলতে অস্বীকার করেছেন তিনি। শুধু এইটুকুই বলেছেন, তিনি নিজের দায়িত্ব পালন করেছেন। এর থেকে বেশি কিছু করেননি। তাই সংবাদমাধ্যমের সামনে তাঁর বলার কিছুই নেই। তিনি না বুঝলেও গোটা দেশ বুঝতে পারছে, ধর্ম নিয়ে হানাহানির এই কঠিন সময়ে দাঁড়িয়ে মুস্কান বেগম সম্প্রীতির কত বড় নজির গড়লেন!