DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১লা মে ২০২৪
ঢাকাবুধবার ১লা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলের দখলদারিত্বের কারণে ১০ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু

News Editor
অক্টোবর ৭, ২০২০ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন সর্বজনবীদিত। এবার ইসরাইলের সেই আগ্রাসনের মাত্রা যে কতটা ভয়ংকর তা জানা গেল একটি সংস্থার প্রতিবেদনে।  ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত নিরীহ ফিলিস্তিনিদের ১ লাখ ৬৬ হাজার ঘরবাড়ি ভেঙে দেয়া হয়েছে। শুধু তাই নয় ইসরাইলের দখলদারিত্বের কারণে ১০ লাখ ফিলিস্তিনি উদ্বাস্তু হয়েছেন।

 মঙ্গলবার আরব স্টাডিজ অ্যাসোসিয়েশনের ল্যান্ড রিসার্চ সেন্টার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। অধিকৃত জেরুজালেম আল-কুদস শহর ভিত্তিক এই সংগঠন এক বিবৃতিতে বলেছে, ইসরাইল এ পর্যন্ত এক লাখ ৬৫ হাজার ৬৯০টি ফিলিস্তিনি ঘরবাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছে।

আর ইসরায়েলের নির্যাতনের কারণে ১০ লাখ ফিলিস্তিনকে ভিটেমাটি ছেড়ে ভিনদেশে উদ্বাস্তু হয়েছেন। সংগঠনটি আরও জানিয়েছে, চলতি ২০২০ সালের প্রথম নয় মাসে দখলদার বাহিনী ৪৫০টি ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ধ্বংস করেছে। শুধু তাই নয়, বহু ফিলিস্তিনিকে তাদের ঘরবাড়ি নিজেদের হাতে ধ্বংস করতে বাধ্য করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮