DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে অধিবেশন অনুষ্ঠিত

Abdullah
জুন ১০, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম ও বাল্যবিবাহ বন্ধে অধিবেশন অনুষ্ঠিত

 

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে সুইডিশ দাতা সংস্থা সিডা’র অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় “শিশু সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন বিষয়ক জবাবদিহিতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ শনিবার (১০জুন) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খাগড়াছড়ি পার্বত্য জেলার জাবারাং কল্যাণ সমিতির ওয়াই মুভস প্রকল্প ও পেরাছড়া এনসিটিএফ এ অধিবেশন আয়োজন করে।

 

আজ জবাবদিহিতা অধিবেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মো: এরফান উদ্দিন।

 

সভায় পেরাছড়া এনসিটিএফ সদস্য রৌদ্র ত্রিপুরা ও জেলা এনসিটিএফ কমিটির চাইল্ড পার্লামেন্ট মেম্বার মকলতি ত্রিপুরা’র যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতি’র কর্মসূচি সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা। তিনি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। দেশের শিশু ও যুব জনগোষ্ঠীকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে বিশেষ করে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার মাধ্যমে নেতৃত্ব প্রদানে সক্ষম করতে ওয়াই মুভস প্রকল্প বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ)দেশের ১৬টি জেলায় প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় ওয়াই মুভস প্রকল্পের মাধ্যমে শিশুদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে বলেও তিনি জানান।

 

এনসিটিএফ কমিটির সাধারণ সম্পাদক খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোহনা ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সুস্মিতা খীসা, খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা ও পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩