DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়িতে শেষ হলো বিজিবি’র আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি খেলা

Abdullah
মে ৩০, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

খাগড়াছড়িতে শেষ হলো বিজিবি’র আন্তঃ ব্যাটালিয়ন কুস্তি খেলা

স্টাফ রিপোর্টারঃ

খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে শেষ হলো তিন দিনব্যাপি সেক্টর আন্তঃব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা।২০২৩ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)’র ব্যবস্থাপনায় চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছিল।

আজ মঙ্গলবার (৩০ মে) সকালে খাগড়াছড়ি ইনডোর স্টেডিয়ামে আন্তঃ সেক্টর ব্যাটালিয়ন কুস্তি প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বিজিবি সেক্টর অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম।

‘‘খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস এবং মনোবল প্রকাশ পাবে এবং সেই সাথে খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়” এই মূলমন্ত্রকে সামনে রেখে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খাগড়াছড়ি সেক্টরের অধীনে ৫টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

উৎসবমূখর পরিবেশে আয়োজিত সমাপনী খেলা শেষে খাগড়াছড়ি বিজিবি সেক্টর অধিনায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করেন।

এ সময় বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মিজানুর রহমান, বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইশতিয়াগ আহমদ, খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইমদাদুল হকসহ খাগড়াছড়ি বিজিবি সেক্টর ও অন্যান্য অধীনস্থ ব্যাটালিয়ন অধিনায়ক ও বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তা, সৈনিক ও বেসামরিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

খেলায় ৮২ জন খেলোয়াড় ৯টি ওজন শ্রেনীতে অংশগ্রহণ করে ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করেন। চুড়ান্ত প্রতিযোগিতা শেষে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নে ৪ টি স্বর্ণ, ৩ টি রৌপ্য ও ৪ টি তাম্র পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১ টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়াও বিচারকের বিবেচনায় বাবুছড়া ৭ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী মইনুর রহমান ‘রিয়েল শ্রেষ্ঠ খেলোয়াড়’ এবং খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের সিপাহী মেহেদী হাসান ‘শ্রেষ্ঠ নবীন খেলোয়াড়’ হিসেবে পুরস্কার পেয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮