DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৮শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হচ্ছে

DoinikAstha
এপ্রিল ১৫, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে সিটি স্ক্যান করানোর জন্য বসুন্ধরার আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার রাত ৯টা ১৮ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ভাড়া বাড়ি ফিরোজা থেকে রওনা দিয়েছেন তিনি।

এ সময় খালেদা জিয়ার সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন ও তার আইনজীবী ও দলের যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এবং গৃহকর্মী ফাতেমা উপস্থিত রয়েছেন।

খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হতে পারে কিনা জানতে চাওয়া হলে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার মামুন ডেইলি বাংলাদেশকে বলেন, এটা এখনো আমাদের প্লানে নেই। আমরা আগে তার পরীক্ষা-নিরীক্ষা করব। তারপরে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে বিকেলে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে তার বাসভবন ফিরোজায় যায় মেডিকেল টিম। সেখান থেকে বেরিয়ে মেডিকেল টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার শরীরিক অবস্থা ভালো। ব্লাড প্রেসার ঠিক আছে। অক্সিজেন সেচ্যুরেশন ঠিক আছে। তবে সকালে হালকা জ্বর ছিল। তাপামাত্রা ১০০ কাছাকাছি ছিল। তবে তিনি স্থিতিশীল আছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭