DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২০শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ট্রাকচাপায় চার যাত্রী নিহত

DoinikAstha
মার্চ ৩১, ২০২১ ৪:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া ২টায় জেলার রাউজানের দমদমায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। তারা হলেন- রাঙ্গুনিয়া সরফভাটা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মো. আবুল কালামের ছেলে মো. শাহাজাহান (৩৩), নোয়াখালীর হাতিয়া থানার চরফকিরা গ্রামের দেলু মাঝির ছেলে মো. সিরাজ (৫৫) ও নগরীর মোহরার শাহ আলমের ছেলে মোরশেদ (৪০)।

প্রত্যক্ষদর্শী মো. সালাউদ্দিন বলেন, বাড়ির পাশে সড়কে বিকট শব্দ শুনে ঘর থেকে দ্রুত বের হই। সড়কে গিয়ে দেখি সেখানে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর দুইজন ও সড়কের ওপর দুইজনের মরদেহ পড়ে আছে। আর অটোরিকশার পাশে বালুবাহী একটি ট্রাকও পড়ে রয়েছে। তাৎক্ষণিক এ ঘটনা স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশকে জানাই।

পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, শহরমুখী বালুবাহী ট্রাকের চাপায় রাঙ্গুনিয়ামুখী একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে রাউজান থানা পুলিশ ও রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়েছে।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হুমায়ুন কবির বলেন, আমরা উদ্ধার তৎপরতা চালিয়েছি। নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় মিলেছে। মরদেহগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনায় কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩