DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১লা মে ২০২৪
ঢাকাবুধবার ১লা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

জাতীয় চলচ্চিত্র পুরস্কার/২২ ঘোষণা

Abdullah
অক্টোবর ৩১, ২০২৩ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় চলচ্চিত্র পুরস্কার/২২ ঘোষণা

বিনোদন ডেস্কঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ২০২২ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কার দেওয়া হবে।

শিল্পীদের অভিনয়ের কৃতিত্বের স্বীকৃতি হিসাবে প্রতিবছরই অভিনয় শিল্পীদের সরকারের পক্ষ থেকে প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরুষ্কার। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ ঘোষণা করেছে সরকার। এবার “হাওয়া” চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য চঞ্চল চৌধুরী শ্রেষ্ঠ অভিনেতা ও যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন “বিউটি সার্কাস”র জন্য জয়া আহসান ও “শিমু”র জন্য রিকিতা নন্দিনী শিমু।

এবার যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ আব্দুর কাইউম প্রযোজিত চলচ্চিত্র “কুড়া পক্ষীর শূন্যে উড়া” ও মোঃ তামজিদ উল আলম প্রযোজিত ‘”পরাণ” সিনেমাটি। “শিমু” চলচ্চিত্রের জন্য এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন।

চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।এবার আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা (রওশন আরা রোজিনা)।

এছাড়া পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান, শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন আফসানা করিম (আফসানা মিমি)। পরান ও পাপ-পুণ্যের জন্য তারা এ সম্মানে ভূষিত হয়েছেন।শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে এস. এম. কামরুল আহসানের “ঘরে ফেরা”। আর শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র হয়েছে ড. এ জে এম শফিউল আলম ভূইয়ার “বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়”।

প্রজ্ঞাপনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছে
“দেশান্তর” সিনেমার সুভাশিষ ভৌমিক। আর শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে পুরস্কার পেয়েছেন “অপারেশন সুন্দরবন” সিনামার সাইফুল ইমাম (দিপু ইমাম)।

যুগ্মভাবে শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছে যথাক্রমে “রোহিঙ্গা ও বীরত্ব সিনেমার” বৃষ্টি আক্তার ও মুনতাহা এমিলিয়া। শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক নির্বাচিত হয়েছে “পায়ের ছাপ” সিনামার
মাহমুদুল ইসলাশ খান (রিপন খান)। “অপারেশন সুন্দরবনে” এ মন ভিজে যায় গানের জন্য শ্রেষ্ঠ গায়ক শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার)।

শ্রেষ্ঠ গায়িকা হয়েছেন আতিয়া আক্তার আনিসা। শ্রেষ্ঠ গীতিকর রবিউল ইসলাম জীবন ও শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮