DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় পিসিআর ল্যাবের উদ্বোধন

DoinikAstha
আগস্ট ৩, ২০২১ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় পিসিআর ল্যাবের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় করোনা পরীক্ষার আরটি-পিসিআর ল্যাবের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৩ আগষ্ট বিকেল সাড়ে ৫টায় নওগাঁ মেডিক্যাল কলেজের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রধান অতিথি হিসবে এই ল্যাবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, জেলায় প্রায় ৩০ লাখ লোকের বসবাস। এতো বড় জেলায় আরটি-পিসিআর ল্যাব না থাকায় করোনা পরীক্ষায় বেশ বিড়ম্বনা পড়তে হয়। প্রধানমন্ত্রীর বিশেষ সহযোগীতায় নওগাঁয় পিসিআর ল্যাব স্থাপন সম্ভব হয়েছে। এখন থেকে নমুনা পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে না। আর কাউকে ভোগান্তিতে পড়তে হবেনা। নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল বারী বলেন, গত বছর নওগাঁ মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবের অনুমোদন হলেও বিভিন্ন জটিলতার কারনে সম্ভব হয়নি।

ফলে নওগাঁ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য রাজশাহী, ঢাকা ও বগুড়ার বিভিন্ন ল্যাবে পাঠানো হত। এতে প্রায় এক সপ্তাহ অপেক্ষা করতে হত রোগীদের। তিনি আরও বলেন, পিসিআর ল্যাবের গুরুত্বপূর্ণ অংশ বায়ো-স্যাপটিক ক্যাবিনেট স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরবরাহ না করায় ল্যাব উদ্বোধন সম্ভব হয়নি। খাদ্যমন্ত্রী আমাদের বায়ো-স্যাপটিক ক্যাবিনেট দিয়েছেন ফলে আধুনিক প্রযুক্তি দিয়ে ল্যাব স্থাপনের কাজ সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। এখন আর কোন সমস্যা থাকবে না। দ্রুতই আমরা এখন করোনার ফলাফল দিতে সক্ষম হব।

আব্দুল বারী আরও জানান, এই ল্যাবের মাধ্যমে আগামীকাল থেকে প্রথম শিফটে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে তার রিপোর্ট দেওয়া যাবে। পরবর্তীতে আমরা প্রতিদিন দুই শিফটে নমুনা পরীক্ষার পরিকল্পনা নিয়েছি। নমুনা দেয়ার ৩ থেকে ৪ ঘন্টার মধ্যে ফলাফল দেয়া সম্ভব হবে বলেও জানান তিনি।

নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আব্দুল বারীর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-নওগাঁ সদরের সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, নওগাঁ-০৬ আসনের সাংসদ আনোয়ার হোসেন হেলাল, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এ কে এম ফজলে রাব্বী বকু, জেলা প্রশাসক হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া এবং সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. এ বি এম আবু হানিফ প্রমূখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮