DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নবসৃষ্ঠ মধ্যনগর উপজেলা সদর পরিদর্শনে সুনামগঞ্জ জেলা প্রশাসক

DoinikAstha
আগস্ট ৮, ২০২১ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নবসৃষ্ঠ মধ্যনগর উপজেলা সদর পরিদর্শনে সুনামগঞ্জ জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের নবসৃষ্ট মধ্যনগর উপজেলার প্রশাসন ভবন নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক।
সদ্য নিকারের সভায় থানা থেকে মধ্যনগরকে উপজেলা হিসাবে ঘোষণা দেয়ার পর এই প্রথমবারের মত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন নবসৃষ্ট উপজেলা সদর পরিদর্শন করেন।
শনিবার পরিদর্শনকালে স্থায়ী প্রশাসনিক ভবন নির্মাণ না হওয়া অবধি উপজেলা প্রশাসনের কার্যক্রম পরিচালনার জন্য অস্থায়ী কার্যালয় নির্মাণের স্থানও পরিদর্শন করেন জেলা প্রশাসক।
একই দিন মধ্যনগর উপজেলা পরিষদের স্থান নির্বাচন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হাসপাতাল)’র স্থান নির্বাচন, ইউনিয়ন পর্যায়ে গণটিকা কার্যক্রম উদ্বোধন, থানা পরিদর্শন, মধ্যনগরের বিভিন্ন ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় সুধীজনের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মুনতাসির হাসান,সহকারী কমিশনার (ভূমি) মো.রেদওয়ানুল হালিম,মধ্যনগর থানার ওসি নির্মল দেব,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার সহ গণমাধ্যম কর্মীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।,
প্রসঙ্গত,গত ২৫ জুলাই নিকারের ১১৭ তম সভায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাকে পৃথক চারটি ইউনিয়ন সম্পৃক্ত করে উপজেলা ঘোষণা দেয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ বর্তমানে শান্তিগঞ্জ) আসসের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির ঐকান্তিক প্রচেষ্টায় থানা প্রতিষ্ঠার ৪৬ বছর পর থানা থেকে মধ্যনগরকে উপজেলায় উন্নীত করা হয়।।,

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩