DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪
ঢাকাসোমবার ৬ই মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নাট্য নির্মাতা রনি’র সাথে কিছুক্ষণ।

News Editor
এপ্রিল ২২, ২০২১ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

নাট্য নির্মাতা রনি’র সাথে কিছুক্ষণ।

সিয়াম সরকার জান, বিনোদন প্রতিনিধিঃ

নিজাম উদ্দিন রনি। নাট্য নির্মাতা। ক্যারিয়ারের এ পর্যন্ত পরিচালনা করেছেন অসংখ্য নাটক! কাজ করেছেন ছোট বড় প্রায় সব শিল্পীর সাথেই। তাকে নিয়েই আজকের আয়োজন।

জানঃ কেমন আছেন ডিরেক্টর সাহেব?

রনিঃ এই তো আছি। করোনাটা তো খুব ভালো থাকতে দিচ্ছে না। তুমি কেমন আছো?

জানঃ আছি ভালোই। নাটকের কী খবর ভাই? নতুন কিছু কী আসছে এই ঈদে?

রনিঃ হ্যাঁ। আসছে। একটা নাটকের শ্যুটিং শেষ করলাম। এডিটিং বাকি আছে। এটা ঈদে করবো ভাবছি।

জানঃ এ পর্যন্ত প্রায় কতোটি নাটক তৈরি করেছেন?

রনিঃ অসংখ্য। টিম প্রোজেক্ট ১০০ প্লাস হবে। ২৭০ পর্বের একটি ধারাবাহিক করেছি। ৫০ পর্বের দুইটি। এখন আমার নিজের প্রোডাকশন হাউস আছে,নাম হচ্ছে ফিল্মকোডার।সামনে আমার আরও অনেক প্রোজেক্ট আসবে। নতুন একটি সিরিয়ালের সব কিছু ওকে। লকডাউনটা গেলেই শুটিং করবো।

জানঃ ভাই আপনি তো প্রায় সব আর্টিস্টদের সাথে কাজ করেছেন। তো কাকে বা কাদেরকে সবচেয়ে ভালো লাগে?

রনিঃ সবাইকেই ভালোলাগে। তবে অ্যালেন শুভ্রকে ভালোলাগে। তার অভিনয় দক্ষতা খুব ভালো। আর আফরান নিশো ভাই তো শুরু থেকেই খুব হেল্পফুল। সিয়াম খুব সচেতন কাজের ব্যাপারে। ওকে যদি ভোর পাঁচটায় স্পটে থাকতে তাহলে ও ঠিক ভোর পাঁচটাতেই উপস্থিত থাকে। এই বিষয়টা খুব ভালো লাগে।

জানঃ এখন কাদেরকে নিয়ে খুব বেশী কাজ করছেন?

রনিঃ বড় ছোট সব মিলিয়েই আর কি। তবে আমার নতুনদের জন্য বিশেষ প্ল্যান আছে। আমি এটা নিয়েই এগুতে থাকছি। তবে বড় আর্টিস্টদের সাথেও নিয়মিত কাজ করে যাচ্ছি।

জানঃ গত বছর আপনি একটি বই বের করেছেন। এই বিষয়ে একটু বলুন।

রনিঃ হ্যাঁ। একটা কবিতার বই বের করেছিলাম। আসলে আমি চারপাশে যা যা দেখেছি তা তা তুলে ধরার চেষ্টা করেছি বইতে। জানঃ দৈনিক আস্থা’র এই আয়োজন কেমন লাগলো?

রনিঃ খুবই ভালো। লকডাউনে এমন একটা উদ্যোগ অকল্পনীয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩৩
  • ৭:৫৩
  • ৫:২১