DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

Online Incharge
ডিসেম্বর ১৬, ২০২২ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

পানছড়িতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

 

মোফাজ্জল হোসেন ইলিয়াছ/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

 

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। বাঙালি জাতির উৎসবের দিন, আনন্দের দিন। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় দিবস। বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন দলীয় সংগঠন সাজিয়েছে নানান কর্মসূচি।

 

১৬ ডিসেম্বর (শুক্রবার) কর্মসূচির শুরুতেই সকাল সাড়ে ৭টায় উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করেন। পর্যায়ক্রমে পানছড়ি থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মানবাধিকার কমিশন, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহোগী সংগঠন, পানছড়ি সরকারি ডিগ্রি কলেজ, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়, মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, ইসলামী ফাউন্ডেশন (ইফা), প্রতিবন্ধি কল্যাণ সংঘসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

এরপর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্টানের আয়োজনে শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ ও পানছড়ি থানার ওসি আনচারুল করিম ও উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা।

ইসলামী ফাউন্ডশন পানছড়ি

সকাল ১০টা থেকে শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। অতিথিদ্বয় মুক্তিযোদ্ধাদের হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মননা তুলে দেন।

বেলা ১২ টার দিকে দিনের প্রথম পর্বের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত ছিলেন, পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, পানছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মোমিন, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, জেলা আওয়ামীলীগের সদস্য জয়নাথ দেবসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :  মোংলায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ

বিকালের দিকে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্টান ও পুরষ্কার বিতরণ করা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭