DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পানছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Abdullah
মার্চ ১৭, ২০২৩ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

পানছড়িতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

 

পানছড়ি প্রতিনিধিঃ

নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রসাশন, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্টান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় স্বাধীনতার মহান স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার (১৭ মার্চ) এ দিবসটি পালন করা হয়।

আয়োজনের মধ্য, ইসলামিক ফাউন্ডেশন (ইফা) কৃতক সকাল ৭ টায় জাতীয় পতাকা উত্তোলন, কোরআন খতম, মিলাদ ও দোয়া, আলোচনা সভা, ইসলালী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ। এছাড়াও সকাল ১০ মর্ডেল মসজিদে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ফিল্ড অফিসার মোঃ শাহাদাত উল্লাহ, সাধারণ কেয়ারটেকার মোঃ দানেশ আলী আজাদী, ইসমাইল বিন ইউসুফ প্রমূখ।

উপজেলা প্রসাশন এর আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, কেককাটা, আলোচনা সভা, সাংস্কৃতি অনুষ্টান, পুরস্কার বিতরন। উপজেলা পরিষদ মিনায়তনে অনুষ্টিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, পানছড়ি থানার ওসি মোঃ হারুনুর রশিদ, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব প্রমূখ।

উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যলয়ে সকাল ৯ টায় জাতিয় ও দলীয় পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং কেককাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক বিজয় কুমার দেবসহ আওয়ামীলীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এছাড়াও পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিখিল চৌধুরীর সার্বিক তত্ববধানে সাংস্কৃতিক অনুষ্টান, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। নিখিল চৌধুরীর সঞ্চালিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রতিষ্টানটির প্রধান শিক্ষক অলি আহম্মদ, মোঃ শফিকুল ইসলাম, সবিতা চাকমা প্রমূখ।

 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮