DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

পুকুরের মাটি চুরি করতে গিয়ে প্রাণ গেল মেরাজের

News Editor
এপ্রিল ২৬, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

পুকুরের মাটি চুরি করতে গিয়ে প্রাণ গেল মেরাজের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুকুর খননের মাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর উল্টে একজন নিহত হয়েছেন। সোমবার (২৬ এপ্রিল) ভোরে রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মেরাজ আলী (২৬)। তিনি নগরীর উপকণ্ঠ কিসমত কুখন্ডী এলাকার দুলাল হোসেনের ছেলে। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেরাজ বিশ্ববিদ্যালয়ের পুকুর খনন প্রকল্পে গাড়ির হিসাব রাখার দায়িত্বে ছিলেন। সোমবার (২৫ এপ্রিল) ভোরে মাটি নিয়ে যাওয়ার সময় মেরাজ ট্রাক্টরেই ছিলেন। হঠাৎ ট্রাক্টরটির চাকা রাস্তার পাশের খাদে পড়ে যায়। ফলে ট্রাক্টরটি উল্টে গেলে তার নিচে চাপা পড়েন মেরাজ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি জানান, ভোরে মেরাজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় মামলা হবে। ট্রাক্টরের চালক পলাতক আছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

উল্লেখ্য, রাবির শহীদ শামসুজ্জোহা হলের পূর্ব পাশের প্রায় ১০ বিঘা জমিতে পুকুর খনন করা হচ্ছে। দুইজন ঠিকাদার পুকুর খননের কাজটি করছেন। দরপত্রের শর্ত অনুযায়ী খননের পর পুকুরের পাড় বাঁধাই করে অতিরিক্ত মাটি পাশেই রাখতে হবে। কিন্তু প্রতিনিয়ত মাটি চুরি করে পার্শ্ববর্তী ইটভাটায় বিক্রি করছেন ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতারা। চার বছরের জন্য তারা এটি ইজারা নেয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭