DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৬ই এপ্রিল ২০২৪
ঢাকামঙ্গলবার ১৬ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলার আগাম বার্তা দেন সাঈদ খোকন

DoinikAstha
আগস্ট ২০, ২০২১ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট ‘গ্রেনেড হামলার’ আগাম বার্তা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন।

শুক্রবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ২১ আগস্ট নিয়ে ‘স্মৃতির পাতা থেকে জানা অজানা দুই একটি কথা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, বিএনপির রাষ্ট্রীয় শাসন আমলে দেশে বিভীষিকাময় পরিবেশ চলছিল। ওই সময়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ একটি সন্ত্রাসবিরোধী সমাবেশের আহ্বান করে ২১ আগস্ট। এর দুই দিন আগেই আব্বা (তৎকালীন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফ) একটি বার্তা নেত্রীর কাছে পৌঁছে দিতে বলেন, বার্তাটি গুরুত্বপূর্ণ। আমি বার্তাটি আমার নেত্রীকে পৌঁছে দেই।

তিনি বলেন, নেত্রী সাংগঠনিক সফর শেষে সুধা সদনে বিশ্রাম করছিলেন। কারও সঙ্গে তিনি দেখা করছিলেন না। রাত তখন ১০টা। আমি সুধা সদনে উপস্থিত হই। সুধা সদনের দোতলায় দেখা হলো। বললাম, সম্ভাব্য হামলার বিষয়ে একটি আশঙ্কাজনক বার্তা দিতে আব্বা পাঠিয়েছেন। একটি হামলা চূড়ান্ত হয়েছে। সূত্র মতে, এই হামলাকারী ঢাকার ভেতরে চলে এসেছে। তাদের হামলার স্থান- সুধা সদনের এই বাসা, আপনার যাতায়াতের পথ ও সেখানে যদি না হয়, তাহলে আমাদের অনুষ্ঠানে (সন্ত্রাসবিরোধী সমাবেশস্থল)। আব্বা বলেছেন, যেভাবে হোক আপনি আমার সঙ্গে চলেন। আমাদের বাসায় চলেন। এখানে আপনি একেবারেই নিরাপদ নন। এখান থেকে সরে যেতে হবে।

সাঈদ খোকন বলেন, নেত্রীকে বললাম, আপনারও অনেক সূত্র থাকে, নেটওয়ার্ক থাকে, আপনি কনফার্ম করে নেন বিষয়টি। তবে এটা আপনার জন্য নিরাপদ হচ্ছে না। যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে।

তিনি বলেন, তখন জবাবে নেত্রী (শেখ হাসিনা) অনেকক্ষণ চুপ থেকে পরে আমাকে বললেন, এতো ভয় পেলে হবে না। এতো ভয় পেলে কী রাজনীতি হয়? হেসে বললেন। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এ দেশের মানুষের মুক্তির জন্য নিজের প্রতি ন্যূনতম মায়া দেখিনি তার মধ্যে। অনেক অনুরোধ করলাম, ওখান থেকে চলে আসতে। বললেন, তুই যা, চিন্তা করিস না। আল্লাহ ভরসা। যা হওয়ার হবে। রাত হয়েছে, বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করে ঘুমা, এতো ভয় পেলে রাজনীতি হয় না। দেখা যাবে কী হয়!

সাঈদ খোকন আরও বলেন, এরপর আমি নিচে নেমে আসছি। মন চাইছিল না যেতে। তাই সেখানে অবস্থান করি। সকালে বাসায় গিয়ে বিশ্রাম করি। দুপুরে ওঠে গিয়ে পরদিনের সন্ত্রাসবিরোধী সমাবেশের প্রস্তুতি নিই।

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার বর্ণনা দিয়ে সাঈদ খোকন বলেন, যে লোকটি এই ঘটনার মূল পরিকল্পনাকারী, আমাদের রক্ত বইয়ে দেয়ার জন্য রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছে, সেই লন্ডনে আয়েশে জীবনযাপন করছে। এটা কীভাবে সম্ভব? একজন নিহতের সন্তান হিসেবে ও একজন আক্রান্ত হিসেবে দাবি করি, ২১ আগস্ট ট্র্যাজেডির মূলহোতা তারেক রহমানকে লন্ডন থেকে দেশে এনে তার রায় পুনর্বিবেচনা করে মৃত্যুদণ্ড নিশ্চিত করা হোক। যাতে ভবিষ্যতে এভাবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে কেউ সন্ত্রাস করতে না পারে।

তিনি বলেন, সেদিন তাদের উদ্দেশ্য ছিল আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যা করা ও আওয়ামী লীগ নেতাদের হত্যা করে দলটিকে নেতৃত্বশূন্য করা, সাম্প্রদায়িক বাংলাদেশ সৃষ্টি করা। আল্লাহর রহমতে নেত্রী বেঁচে গিয়েছেন। আল্লাহ তাকে দিয়ে কিছু করাবেন বলেই তাকে বাঁচিয়েছেন।

স্মৃতিচারণ করে সাঈদ খোকন বলেন, আমার প্রয়াত পিতা তার জীবন দিয়ে নেত্রীকে বাঁচিয়েছেন। একটা বিভীষিকাময় পরিস্থিতি ছিল। আমরা বাবা-ছেলে স্পটে ছিলাম। স্বাভাবিকভাবেই বিপদে কী হয়? বাবা ছেলের কথা চিন্তা করে, ছেলে বাবার কথা। আর আমার বাবা তো একবারও আমার কথা চিন্তা করেননি। তিনি চিন্তা করেছেন তার নেত্রীর কথা। আমিও চিন্তা করেছি, নেত্রী কোথায়?

আয়োজক সংগঠন মেয়র হানিফ মেমোরিয়াল ফাউন্ডেশনের সহ-সভাপতি ওমর আলী এই সভায় সভাপতিত্ব করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭