DoinikAstha Epaper Version
ঢাকামঙ্গলবার ১৬ই এপ্রিল ২০২৪
ঢাকামঙ্গলবার ১৬ই এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে বিএনপির কর্মসূচি পুলিশের বাধা’ পাল্টা মিছিল আ’লীগের

Online Incharge
জুন ৮, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে বিএনপির কর্মসূচি পুলিশের বাধা’ পাল্টা মিছিল আ’লীগের

ফরিদপুর প্রতিনিধিঃ

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি ফরিদপুরে পুলিশের বাধার কারণে পণ্ড হয়ে গেছে। জেলা বিএনপির নেতাকর্মীরা বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি সম্পন্ন করতে মিছিলসহকারে এগিয়ে গেলে তারা পুলিশের বাঁধার কারণে তাদের নির্ধারিত কর্মসূচী করতে পারেনি। এদিকে বিএনপির কর্মসূচির প্রতিবাদে পাল্টা মিছিল করেছে জেলা আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে সকালে মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। এসময় মিছিলটি ঝিলটুলীর চৌরঙ্গী মোড়ে বিদ্যুৎ অফিসের দিকে এগিয়ে যেতে থাকে। কিন্ত মিছিলটি শুরুর পরপরই কাঠপট্টির বিশু মিয়ার মোড়ের কাছে পৌঁছালে পুলিশ তাদের বেরিকেড দিলে সেখানেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়ে প্রতিবাদ জানান।

 

উপস্থিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন, যুগ্ম-আহ্বায়ক গোলাম রাব্বানী ভূঁইয়া রতন, যুগ্ম-আহ্বায়ক আজম খান, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান রঞ্জন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার শিথিলসহ কৃষকদল, মহিলা দলসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল চৌরঙ্গীর মোড়ে বিদ্যুৎ অফিসে পৌঁছে কর্মকর্তাদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন।

 

এদিকে বিএনপির অবস্থান কর্মসূচির প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে শহর আওয়ামী লীগ। মিছিলটি জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে ফরিদপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শহর আওয়ামী লীগের আহ্বায়ক মনিরুল হাসান মিঠু ও যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২২
  • ১২:০২
  • ৪:৩০
  • ৬:২৪
  • ৭:৪০
  • ৫:৩৭