DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১লা মে ২০২৪
ঢাকাবুধবার ১লা মে ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়িয়া উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ে আলোচনা সভা

Abdullah
সেপ্টেম্বর ৭, ২০২৩ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

ফুলবাড়িয়া উচ্চ রক্তচাপ ডায়াবেটিস নিয়ে আলোচনা সভা

মোঃ হাবিব/ ফুলবাড়িয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির সঙ্গে কমিউনিটি ক্লিনিক সেবাদান কেন্দ্র সমূহকে সংযুক্ত করায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় আলোচনাা সভা অনুষ্টিত হয়েছে। আজ বুধবার উপজেলা হাসপাতালের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা হয়।

সভায় দিনব্যাপী বিস্তৃত কমিউনিটি ক্লিনিক সমূহে কর্মরত সিএইচসিপি (কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার) এবং কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত প্রতিনিধিদের অংশগ্রহনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ সভাপতিত্বে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর (এনসিডিসি লাইন ডাইরেক্টরেট) ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর যৌথ অংশীদারিত্বে বাস্তবায়িত “বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি”-র উদ্যাগে আয়োজিত এই কর্মশালায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিক সমূহ কিভাবে আরো কার্যকর ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে বিষদ আলোচনা করা হয়।

কর্মশালায় ফুলবাড়িয়া উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ সভাপতিত্বে বলেন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সরএ এনসিডি কর্ণার স্থাপন করা হয়েছে। তিনি কমিউনিটি ক্লিনিকে আগত রোগীদের মধ্যে সম্ভাব্য উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের এনসিডি কর্ণারে রেফারের জন্য সিএইচসিপিদের প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন এবং উপস্থিত কমিউনিটি ক্লিনিক সমূহের ব্যপস্থাপনা প্রতিনিধিদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধে সমাজের নিজ নিজ অবস্থান থেকে আরো সংক্রিয় ভূমিকা রেখে উচ্চ রক্তচাপ প্রতিরোধে সামাজিক সচেতনতা তৈরীর জন্য অনুরোধ জানান। পরিশেষে তিনি এই কর্মসূচিকে ‘একটি প্রশংসনীয় পদক্ষেপ’ হিসেবে আখ্যায়িত করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর কলা কুশলীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

“বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি”এর ময়মনসিংহ বিভাগীয় কর্মকর্তা মোঃ রিয়াসাত রাজি উল্লাহ ও সারভিলেন্স মেডিকেল অফিসার ডা. মোঃ আব্বাস ইবনে করিম সিএইচসিপিদের দায়িত্ব কর্তব্য ও ভূমিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ-সময় উপস্থিত ছিলেন ওসি আঃ মান্নান, সমাজ সেবক গোলাম মোস্তফা প্রমুখ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৭
  • ১১:৫৯
  • ৪:৩১
  • ৬:৩১
  • ৭:৫০
  • ৫:২৪