DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ৯ শ্রমিক সংগঠনের মানববন্ধন

DoinikAstha
সেপ্টেম্বর ৩, ২০২১ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আমির হোসেনঃ শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, শ্রমিকদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে-মেয়েদের বিভিন্ন ফি মওকুফসহ ১৫ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (৩ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১০টায় নগরীর সদর রোডে ৯টি শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি স্বপন দত্তের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর গণফোরাম সভাপতি হিরন কুমার দাশ মিঠু, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি একে আজাদ, বরিশাল নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি মাস্টার আবুল হাসেম, শ্রমিক নেতা আখতার হোসেন শপ্রু, জাহাঙ্গির হোসেন মুকুল, আবুল বাসার আকন প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ করতে হবে। বেকার শ্রমিকদের কাজ দিতে হবে।

কাজে যোগদানের দিন শ্রমিক ও কর্মচারীদের নিয়োগপত্র দেওয়ার পাশাপাশি শ্রমিক-কর্মচারিদের স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে-মেয়েদের বেতন, সেশন ফি, ভর্তি ফি মওকুফ করতে হবে।

শ্রমিক নেতা আলাউদ্দিন মোল্লার সঞ্চালনায় কর্মসূচীতে বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর দোকান কর্মচারি ইউনিয়নসহ নয়টি শ্রমিক ইউনিয়ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে লাল পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮