DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ লেজেন্ডসদের হার

DoinikAstha
মার্চ ১৩, ২০২১ ৬:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডসদের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচে ব্রায়ান লারাদের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ লেজেন্ডস দল। এ নিয়ে টানা ৪ ম্যাচে হার দেখলো মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন দলটি।

শুক্রবার রাতে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৬৪ রান আসে বাংলাদেশের। টুর্নামেন্টে দ্বিতীয় ফিফটির আশা জাগিয়ে নাজিমউদ্দিন ফেরেন ৩৩ রানের ইনিংস খেলে।

দ্বিতীয় উইকেটে ৬ ওভারে ৫৬ রান যোগ করেন আফতাব আহমেদ ও মেহরাব অপি। একপ্রান্ত আগলে খেলছিলেন মেহরাব, আক্রমণাত্মক ব্যাটিংয়ে পসরা সাজান করোনাকে হারিয়ে প্রথম মাঠে নামা আফতাব। মেহরাব ৪৫ বলে করেন ৪৪ রান। আর আফতাব আহমেদ ২১ বলে করেন ৩১ রান।

শেষদিকে ১৩ বলে দ্রুত ২৬ রান করেন মোহাম্মদ শরিফ। অন্যান্য ব্যাটসম্যানদের সবার রান দশের নিচে। আর বাংলাদেশের ইনিংস থামে ১৬৯ রানে।

১৭০ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেছেন কার্ক এডওয়ার্ডস। উইকেটরক্ষক রিডলি জ্যাকবসের সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে মাত্র ৪৪ বলে ৭২ রান যোগ করেন এডওয়ার্ডস। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন জ্যাকবস।

পরে পাঁচ নম্বরে নেমে দলকে জয়ের বন্দরে ভেড়ানোর দায়িত্বটা সুনিপুণভাবে পালন করেন অধিনায়ক ব্রায়ান লারা। তিনি শেষপর্যন্ত অপরাজিত থাকেন ২৩ বলে ৩১ রান করে। এছাড়া মহেন্দ্র নাগামুতো অপরাজিত ছিলেন ১০ বলে ১৬ রানে। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নেন আব্দুর রাজ্জাক।

চার ওভারে ১৭ রানের খরচায় ৩ উইকেট নেয়া সুলেমান বেন ম্যাচসেরা নির্বাচিত হন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮