DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু-দুই কর্মকর্তা রিমান্ডে

Abdullah
জুন ৮, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বিষক্রিয়ায় ২ শিশুর মৃত্যু-দুই কর্মকর্তা রিমান্ডে

 

আস্থা ডেস্কঃ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার ওষুধে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পেস্ট কন্ট্রোল সার্ভিস প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ৮জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহাম্মেদ এ নির্দেশ দেন।

 

দুই আসামি হলো, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আশরাফুজ্জামান এবং এমডি ফরহাদুল আমীন। বিকেলে তাঁদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন।

 

ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রণপ কুমার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে আজ সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাঁদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

 

মামলার সূত্রে জানা যায়, পোকামাকড় মারতে শিশুদের বাবা মোবারক হোসেন নিজের বাসায় ওষুধ প্রয়োগে ‘ডিসিএস অর্গানাইজেশন লিমিটেড’ নামে ওই কোম্পানিকে দায়িত্ব দিয়েছিলেন। পেস্ট কন্ট্রোল ওই কোম্পানির কর্মীরা ২ জুন পোকামাকড় নিধনের জন্য অ্যালুমিনিয়াম ফসফেট সমৃদ্ধ ট্যাবলেট ব্যবহার করেছিলেন। ওষুধ দেওয়ার ছয় ঘণ্টার মধ্যে ঘরে ঢুকতে বাসিন্দাদের নিষেধ করা হয়। কোম্পানির নির্দেশনা মেনে দুই দিন পর তাঁরা ঘরে প্রবেশ করেন। এরপরেই বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হতে শুরু করেন তাঁরা। সেই ঘটনায় শায়েন মোবারত জাহিন (১৫) ও শাহিল মোবারত জায়ান (৯)। তারা দুজনেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুই শিশুর মা শারমিন জাহান লিমা ও বাবা মোবারক হোসেন বিষক্রিয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়।

 

প্রসঙ্গত, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিষক্রিয়ায় দুই শিশু মৃত্যুর অভিযোগে মোবারক হোসেন ভাটারা থানায় ৫ জুন মামলা দায়ের করেন। মামলার অপর আসামি টিটো মোল্লাকে গত মঙ্গলবার রিমান্ডে নেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮