DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪
ঢাকাশুক্রবার ২৯শে মার্চ ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করে সেনাবাহিনী আগের চেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে-সেনাপ্রধান

Online Incharge
জানুয়ারি ২৭, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করে সেনাবাহিনী আগের চেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে-সেনাপ্রধান

আস্থা ডেস্কঃ

তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ সম্পর্কিত আলোচনায় অংশ নেওয়ার পর বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের ব্রিফ কালে বলেন, সেনাবাহিনী চাচ্ছে বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের দেওয়া যেকোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করা। বেসামরিক প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী দুর্যোগ মোকাবিলা ও জাতি গঠন–সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ড এবং অনেক নিরাপত্তামূলক দায়িত্বও পালন করে থাকে। ডিসি সম্মেলনে কথা প্রসঙ্গে গত বন্যার সময় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করা হয়েছে, অন্যান্য কাজেরও প্রশংসা করা হয়েছে।

সেনাপ্রধান বলেন, আমরাও বলেছি, বর্তমান সেনাবাহিনী নিচের পর্যায়সহ সবার মধ্যে একটি অনূভূতি এসেছে, বেসামরিক প্রশাসন আমাদের সঙ্গে আগের চেয়ে অনেক বন্ধুত্বপূর্ণ এবং আমরা কাজ করে আগের চেয়ে অনেক স্বাচ্ছন্য বোধ করছি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৪১
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬
  • ১২:০৮
  • ৪:২৮
  • ৬:১৫
  • ৭:২৮
  • ৫:৫৭