DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ব্রিটেনেই দেখা গেল করোনার আর-এক নতুন স্ট্রেন আতঙ্ক

DoinikAstha
মার্চ ৭, ২০২১ ২:২০ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

‘উহান স্ট্রেনে’র দিন কবেই অতীত। গত কয়েক মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে নানা রকম করোনাভাইরাসের উপদ্রব দেখা দিয়েছে। এর মধ্যে সব থেকে ভয় জাগিয়ে ছিল ‘ব্রিটেন স্ট্রেন’। এবার সেই ব্রিটেনেই দেখা গেল করোনার আর-এক নতুন স্ট্রেন। তা নিয়ে উদ্বিগ্ন ব্রিটেনসহ গোটা বিশ্ব।

নতুন স্ট্রেনটির সম্পর্কে এখনও খুব বেশি কিছু জানা যায়নি। যদিও ব্রিটেনেই এর উৎপত্তি বলে প্রাথমিক ধারণা বিজ্ঞানীদের। নতুন স্ট্রেন বিষয়ে বিস্তারিত তত্ত্ব হাতে না আসা পর্যন্ত এই স্ট্রেনটিকে আপাতত ‘ভ্যারিয়েন্ট আন্ডার ইনভেস্টিগেশন’ বা ‘ভিইউআই’ বলে চিহ্নিত করা হচ্ছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য দফতরের তরফে।

প্রাথমিকভাবে বিজ্ঞানীরা জানিয়েছেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা স্ট্রেনের সঙ্গে সামঞ্জস্য আছে এই স্ট্রেনটির।

ব্রিটেনে এখনও পর্যন্ত কমপক্ষে ১৬ জনের শরীরে  নতুন স্ট্রেনটির অস্তিত্ব মিলেছে। তবে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন ‘ বা উদ্বেগজনক স্ট্রেনের তালিকায় না-থাকায় এই স্ট্রেন নিয়ে আতঙ্কের ব্যাপার নেই বলেই আশ্বস্ত করা হয়েছে ইংল্যান্ডের জনস্বাস্থ্য দফতরের তরফে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮