DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

মহান স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময়

Abdullah
মার্চ ২৬, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা দিবসে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে মিষ্টি বিনিময়

 

জয়নাল আবেদীন/হিলি প্রতিনিধিঃ

 

দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

আজ রবিবার বেলা ১১টায় সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিনিময় করেন সীমান্তরক্ষী বাহিনীরা।
বিজিবি হিলি আই সিপি কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুবর রহমান বিএসএফের পতিরাম-১৫১ ক্যাম্পের গেইটে দায়িত্বরত ইউকে পিল্লাইয়ের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। এ সময় দুই বাহিনীর সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাহবুবর রহমান জানান, উভয় দেশের সীমান্তরক্ষীদের মাঝে বিরাজমান সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়ে থাকে।

 

এ উপলক্ষে বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে ৩ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮