DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪
ঢাকারবিবার ২৮শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রংপুর জেলায় সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি

Abdullah
জানুয়ারি ২৩, ২০২৪ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

রংপুর জেলায় সর্বনিম্ন ৯ দশমিক ৬ ডিগ্রি

রিয়াজুল হক সাগর/রংপুর প্রতিনিধিঃ

রংপুরসহ উত্তরাঞ্চলের ৮ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কনকনে ঠাণ্ডা আর বাতাসের আদ্রতা বাড়ায় শীতের অনুভুতি হচ্ছে এ অঞ্চলে। আজ মঙ্গলবার সকালে রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ফলে ঠাণ্ডায় কাঁপছে রংপুরসহ উত্তরাঞ্চল।

আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান জানান, আগামী দু’এক দিন তাপমাত্রা আরো তাপমাত্রা কমতে পারে। ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা রংপুরে নামতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

এদিকে তীব্র শীতে বিপাকে পড়ছেন শ্রমজীবী মানুষেরা। অন্যদিকে ঠাণ্ডার কারণে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শীত জনিত রোগীর সংখ্যাও বেড়ে গেছে। গ্রামাঞ্চলে শীত নির্বারণের জন্য খরকুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে অসাবধানত দগ্ধ হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন ৩৪ জন।

গত এক মাসে এই হাসপাতালে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিন নারী।

রংপুর বিভাগের ৮ জেলার মঙ্গলবারের তাপমাত্রা রংপুরে ৯ দশমিক ৬ ডিগ্রি,পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৭ দশমিক ৩ ডিগ্রি, নীলফামারীর সৈয়দপুরে ৯ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৭ দশমিক ৫ ডিগ্রি, দিনাজপুরে ৮দশমিক ৬ ডিগ্রি, নীলফামারীর ডিমলায় ৮ দশমিক ৮ ডিগ্রি, গাইবান্ধায়-৯ দশমিক ৩ ডিগ্রি ও লালমনিরহাটে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রের্কড করেছেন রংপুর আবহাওয়া অফিস।

অন্যদিকে রংপুর বিভাগে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা থাকায় সব প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কমসূচি বন্ধ ঘোষণা করছেন প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক মোঃ মুজাহিদুল ইসলাম। ফলে শিশু ও বয়স্কদের গরম কাপড় পরার পরামর্শ দেন তিনি।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮