DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর যাত্রাবাড়ী অভিযান চালিয়ে দুই ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

DoinikAstha
মে ৭, ২০২১ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব, যারা সন্ত্রাসী ও মাদক চোরকারবারি বলে দাবি করছে পুলিশের এই এলিট ফোর্সটি। গ্রেপ্তারকৃতরা হলেন রাজন ওরফে গালকাটা রাজন এবং বাবুল ওরফে চায়না বাবুল।

বুধবার রাত সাড়ে নয়টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড কার্তুজ, নগদ ১০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরো পড়ুন :  কিশোরগঞ্জে নিখোঁজের ২৫দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাত সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর কমিউনিটি সেন্টারের সামনে একটি অভিযান চালায় র‌্যাব। অভিযানে যাত্রাবাড়ী ও কদমতলী থানার ত্রাস সৃষ্টিকারী কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজন ওরফে গালকাটা রাজন এবং বাবুল ওরফে চায়না বাবুলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, রাজন রাজধানীর কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তিনি কদমতলী থানা এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাস ও মাদকের রাজত্ব কায়েম করে আসছিল। তার বিরুদ্ধে কদমতলী থানায় ১২টি মাদকের মামলা রয়েছে। অপরদিকে বাবুল ডিএমপির যাত্রাবাড়ী থানা এলাকার কুখ্যাত সন্ত্রাসী ও মাদক চোরাকারবারি। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী ও কদমতলী থানায় ১০টি মাদকের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতরা পরস্পর যোগসাজশে যাত্রাবাড়ী ও কদমতলী থানা এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম (ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, খুন) ও মাদকের ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮