DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সাভার ধামরাই ট্রাকে করে হেরোইন পাচার সময় দুইজন আটক

DoinikAstha
এপ্রিল ৯, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ আহসান হাবীব,সাভার প্রতিনিধি ঢাকাঃ

শুক্রবার ৯ এপ্রিল সকাল ১২টার পর পাথর বোঝাই ট্রাকের ভিতরে বিশেষ চেম্বার তৈরি করে হেরোইন পাচার কালে ধামরাইয়ে দুইজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৪। এসময় তাদের কাছ থেকে ২ কোটি টাকা মূল্যের হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বৃহস্পতিবার ৮ এপ্রিল দুপুরে পর ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ি থানার গোগ্রাম উপজেলার আগৌলপুর গ্রামের শ্রী শরেশ এক্কারের ছেলে শ্রী কংশ এক্কার ।

তিনি পেশায় একজন কৃষক। এবং একই এলাকার মৃত সুবোদ এক্কারের ছেলে শ্রী উত্তম কুমার এক্কার । উত্তম পেশায় একজন ড্রাইভার। র‌্যাব-৪, সিপিসি-২ এর লেঃ কমান্ডার রাকিব মাহমুদ খান বলে, বৃহস্পতিবার ধামরাই থানাধীন ডাউটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৯৫৮ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

জব্দকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের পর তিনি আরও বলেন, তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে পাথরবোঝাই ট্রাকে বিশেষ কৌশলে ঝালাই করা গোপন চেম্বারের মাধ্যমে হেরোইন এনে রাজধানীসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮