DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪
ঢাকাশনিবার ২৭শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত কিশোরগঞ্জের মাসুম

Abdullah
এপ্রিল ২০, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত কিশোরগঞ্জের মাসুম

 

আশরাফুল ইসলাম রাজন/কটিয়াদী প্রতিনিধিঃ

 

সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সন্তান মোঃ আব্দুল্লাহ আল মাসুম মিয়া (২৬)। বুধবার বাংলাদেশ সময় রাঁত ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সৌদি আরব থেকে লাশ আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার। সে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

 

মাসুমের পরিবারিক সূত্রে জানাযায়, মাসুম আট বছর সিঙ্গাপুরে ছিলেন। সাত মাস আগে তিনি সৌদি আরবের দাম্মাম শহরে যান। সেখানে একটি ওয়ার্কশপে কাজ করতেন। প্রতিদিনের মতো গতকাল মাসুম ওয়ার্কশপে কাজ করতে যান। পরে দিবাগত রাতে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে মাসুমের দেহ ছিন্নভিন্ন হয়।

 

মাসুমের বাবা আলফাজ উদ্দিন বলেন, ‘দুই ভাই, এক বোনের মধ্যে মাসুম দ্বিতীয়। পরিবারের সচ্ছলতার জন্য মাসুম প্রবাসে যায়। আমার ছেলের দেহটা ছিন্নভিন্ন হয়ে গেছে। এমন মৃত্যু যেন কারও না হয়। তার মরা মুখটাও দেখতে পারব কি না, জানি না। আমরা চাই আমার ছেলের লাশ দেশে আনা হোক।

 

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন বলেন, ‘আমার সঙ্গে নিহতের পরিবারের কেউ এখনো যোগাযোগ করেননি। আমরা মরদেহ দেশে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।

 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী বলেন, ‘আমি পাটুয়াভাঙ্গা ইউপির চেয়ারম্যানের কাছ থেকে বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের সদস্যরা এ বিষয়ে যেকোনো ধরনের সহযোগিতা চাইলে আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সহযোগিতা করার চেষ্টা করব।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮