পানছড়িতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্টা বাষিকী পালিত
পানছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় যায়যায়দিন পত্রিকার ১৮তম প্রতিষ্টা বাষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (৬জুন) সকাল সাড়ে ১০টায় পানছড়ি প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়।
পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি জয়নাথ দেব এর সভাপতিত্বে ও মিঠুন সাহ সঞ্চালিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব।
বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নূর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুজ্জামান অলি, ইউসিসি চেয়ারম্যান মোঃ রায়হান প্রমূখ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।