দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে কর্মসূচিতে হামলা, রামগড় পৌর বিএনপি নেতার বাড়ি ভাঙচুর
খাগড়াছড়ি প্রতিনিধিঃ
সরকারের দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করায় খাগড়াছড়ি জেলার রামগড়ে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠুর বাসভবনে হামলা চালিয়ে নেতা কর্মীদর ব্যবহৃত ৪ টি মোটরসাইকেল এবং একটি টমটম (ব্যাটারি চালিত অটো রিকশা) ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রেস বিজ্ঞপ্তি।
সংবাদ মাধ্যমে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহমেদ প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি মূলে
এ ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। তিনি নেতাকর্মীদের উপর হামলা ও বাসভবন ভাঙচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন।
কর্মসূচির শুরুতে আজ শনিবার (৫ মার্চ) বিকেল ৩ টায় রামগড় উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপি সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহমদ ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে কর্মসূচি সমাপ্তের আগ মুহুর্তে সন্ত্রাসীরা এ হামলা চালায়। এসময় বিকেল সাড়ে ৪ টার দিকে সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠুর বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর করে পালিয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তি।