সাংবাদিকতায় ক্যারিয়ার গড়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে দেশের সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আস্থা ও আস্থা টিভি (www.doinikastha.com)। পোর্টালটিতে কিছুসংখ্যক পদে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সৃজনশীল, উদ্যমী এবং সাংবাদিকতায় আগ্রহী তরুণ-তরুণীদের নিয়োগ দেয়া হবে।
সারাদেশে জেলা উপজেলায় রিপোর্টার, শিক্ষানবিশ রিপোর্টার, ফটোসাংবাদিক/ক্যামেরা পার্সন এবং ভিডিও এডিটর কাম গ্রাফিক্স ডিজাইনার পদে নিয়োগ দেয়া হবে।
আগ্রহীরা আগামী ১০ মার্চ, ২০২৩ ইং পর্যন্ত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই ন্যূনতম এইচএসসি বা সমমান উত্তীর্ণ হতে হবে।
নির্বাচিত প্রতিনিধিদের প্রশিক্ষণ এবং মাসিক সম্মানীর ব্যবস্থা রয়েছে। প্রতিনিধিদের মাঠ পর্যায়ে ভিডিও প্রতিবেদন করতে আগ্রহী ও সক্ষম হতে হবে।
সরাসরি দৈনিক আস্থা ও আস্থা টিভি’র অফিসে বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১৬৫, শান্তিনগর ,ঢাকা -১২১৭ কিংবা ই-মেইলে আবেদনপত্রসহ জীবন-বৃত্তান্ত পাঠানো যাবে।
দৈনিক আস্থা ও আস্থা টিভি এর ইমেইল ঠিকানা: [email protected]
দৈনিক আস্থা ও আস্থা টিভি এর অফিস ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ১৬৫, শান্তিনগর ,ঢাকা -১২১৭
ফোন করতে পারবেন: 01720359622,01791306804এই নম্বরে।
ফেসবুকে দৈনিক আস্থা ও আস্থা টিভি এর অফিসিয়াল পেজের ঠিকানা: (https://www.facebook.com/edoinikastha)