DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৩০শে ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

ঈদে মডেল সাখিন ও অভিনেত্রী জারা’র “দিওয়ানা”

Astha Desk
জুন ২৯, ২০২৩ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

আনন্দ প্রতিবেদন, মানিক খান : সম্প্রতি ‘ড্রিম লাইন’ নামের একটি মিউজিক কোম্পানি থেকে মুক্তি পেয়েছে “দিওয়ানা” শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও। গানটি গেয়েছেন শিল্পী কে এইচ আকাশ। গানটি লিখেছেন রবিউল ইসলাম রবি। তিনি একাধিক বাংলা ছবির গান এবং নাটকের গানের গীতিকার। গানটিতে সুর ও সংগীত আয়োজন করেছেন রাজন সাহা।

গানটিতে মডেল হয়েছেন এই প্রজন্মের তরুণ মডেল সাখিন আহমেদ ও জারা ইসলাম।গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন অনিক খান।ভিডিওর গল্প এবং থিম করেছেন গানের মডেল সাখিন আহমেদ নিজেই। মিউজিক ভিডিও এডিট করেছেন মাসুদ রানা। লাইট গ্রাফার ছিলেন জয়নাল শরিফ।
পোস্টার থামনাইল মোঃ মমিন।

দিওয়ানা’ গান সম্পর্কে গানটির শিল্পী কে এইচ আকাশ বলেন, এই গানটি প্রায় পাঁচ বছর আগে করা।নানান ব্যস্ততার কারণে গানটি এতদিন প্রকাশ করা হয়নি। রবিউল ইসলাম রবি’র লেখায় দারুন সুন্দর সুর এবং মিউজিক করেছেন রাজন সাহা।গানটি খুবই শ্রুতি মধুর আধুনিক রোমান্টিক গান।গানটি নিয়ে অনেক আশাবাদী আমরা।

পরিচালক অনিক খান বলেন, গানটি প্রথম যখন শুনায় বিশেষ করে গানটি আমার কাছে অনেক ভালো লাগে।তাই নতুন একটা জুটি নিয়ে মাঠে নেমেছি। দর্শক ভালো ভাবে নিলে সব সময় এই জুটি নিয়েই কাজ করবো। গানটির শুটিং করার সময় হথাৎ বৃষ্টি আসে।বুঝতেই পারছেন কতটা কস্ট করে কাজটি করেছি। আমরা যেহেতু দর্শক-শ্রোতাদের জন্যই কাজ বানাই। তাই দর্শকের উপর সব ছেড়ে দিলাম।

অভিনেত্রী জারা বলেন, এই গানটি তে কাজ করার কথা চলছিল বেশ কিছুদিন আগে থেকেই।আমি মূলত গানটি শুনেই কাজে আগ্রহী হয়েছি।কারণ, দিওয়ানা গানটি ভিষণ সুন্দর। আর আমরা যখন কাজ করি তখন প্রচুর বৃষ্টি ছিল। ভিডিওর লোকেশন ছিল খুব সুন্দর। সব মিলিয়ে ভালো একটি কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছি।বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম।

সাখিন আহমেদ জানান, এই টিমের সাথে কাজ করে বেশ ভালো লাগে।এই গানের শুটিং খুব সুন্দর ভাবে করেছি আমরা।পরিচালক এবং আমার কো-আর্টিস্ট সবাই ছিলো খুব মিশুক।তবে বৃষ্টির মধ্যে কষ্ট হলেও কাজ দেখে আমি মুগ্ধ।আশা করি সবার ভালো লাগবে। দিন শেষে আপনাদের জন্যই ভালো কাজ করার চেস্টা করা মাত্র। এই টিমের জন্য দোয়া করবেন সবাই। ধন্যবাদ।

গানটি দেখতে নিচে ক্লিক করুন:

এমকে/আস্থা/এসএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:১৭
ইফতার শুরু - সন্ধ্যা ৫:২২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১২
  • ১২:০২
  • ৩:৪২
  • ৫:২২
  • ৬:৪১
  • ৬:৩৮