DoinikAstha Epaper Version
ঢাকারবিবার ১১ই মে ২০২৫
ঢাকারবিবার ১১ই মে ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

আবারও দর্শক মহলে সাড়া পাচ্ছে পাবেল

Astha Desk
সেপ্টেম্বর ৯, ২০২৩ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

বিনোদনের আস্থা: জাহেদ পারভেজ পাবেল দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের মধ্যে যার নাম না বললেই নয়।সম্প্রতি প্রকাশিত হয়েছে তার গাওয়া ‘আইজ কাইল আঁই আইলে’ শিরোনামের একটি গান। গানটি চট্টগ্রামের আঞ্চলিক ভাষার। ইতিমধ্যেই শীর্ষক রেসপন্স ঘটছে গানটির।

পোস্টারে ক্লিক করলে গানটি উপভোগ করতে পারবেন।

আঞ্চলিক গানটিতে পাবেলের কন্ঠে, কথা ও সুর দিয়েছেন সিরাজুল ইসলাম আজাদ এবং সংগীতে ছিলেন আদিব কবির। মিউজিক ভিডিওটির মডেল ছিলেন পাবেল ও মেধা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন সোহেল রাজ।

এ বিষয়ে পাবেল জানান, চট্টগ্রামের এই আঞ্চলিক গানটা আমার এতো পছন্দের যে গেয়েই ফেললাম। আশা করি সবার খুব ভাল লাগবে আমার ভার্সনটা। এর আগের মিউজিক ভিডিও ‘দিওয়ানা’ তে বেশ ভাল রেসপন্স পেয়েছি। গান দুটো আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল Pabel এ পাওয়া যাবে।

পোস্টারে চাপ দিলে গানটি উপভোগ করতে পারবেন

জনপ্রিয়তার শীর্ষে থাকা পাবেল বাজিমাৎ করেছেন দ্বৈতকন্ঠের ‘বুক চিনচিন করছে হায়’, ‘টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর ‘ গানগুলো দিয়েই। এরপরেও একেরপর এক নতুন গান দিয়ে জয় করছে দর্শকের হৃদয়।

এমকে/আস্থা/এসএ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৩৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৮
  • ১১:৫৮
  • ৪:৩২
  • ৬:৩৫
  • ৭:৫৭
  • ৫:১৮