ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে বাস খাদে পড়ে নিহত-৩৬

Astha DESK
  • আপডেট সময় : ০৩:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

ভারতে বাস খাদে পড়ে নিহত-৩৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের জম্মু-কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৯ জন। সূত্র-এনডিটিভি।

আজ বুধবার (১৫ নভেম্বর) ডোডা থেকে ১৫ কিলোমিটার দূরে রাগিনালা অসর এলাকায় বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের এ ঘটনা ঘটে।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে ৩শ ফুট নীচে পড়ে যায়।

সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসে যাত্রী ও চালক-কর্মী মিলিয়ে ৫০ জনেরও বেশি মানুষ ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ডোডার পুলিশ সুপার-সহ স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সেনার উদ্ধারকারী দলকেও খবর দেওয়া হয়েছে।

দুর্টনার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-ও। তিনি বলেন, অসর অঞ্চলে বাস দুর্ঘটনার খবর পাওয়ার পর, এইমাত্র জম্মু ও কাশ্মীরের ডোডার জেলা কমিশনার, হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা বললাম। দুর্ভাগ্যবশত ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজন অনুযায়ী কিশতওয়ার জেলা হাসপাতাল এবং জিএমসি ডোডায় নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতর আহতদের অন্য হাসপতালে নিয়ে যেতে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে। আমি সর্বক্ষণ যোগাযোগে রাখছি।

ট্যাগস :

ভারতে বাস খাদে পড়ে নিহত-৩৬

আপডেট সময় : ০৩:১৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

ভারতে বাস খাদে পড়ে নিহত-৩৬

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতের জম্মু-কাশ্মীরে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৩৬ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১৯ জন। সূত্র-এনডিটিভি।

আজ বুধবার (১৫ নভেম্বর) ডোডা থেকে ১৫ কিলোমিটার দূরে রাগিনালা অসর এলাকায় বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের এ ঘটনা ঘটে।

জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার জানিয়েছেন, বাটোতে-কিশতওয়ার জাতীয় সড়কের ত্রুঙ্গল-আসারের কাছে বাসটি রাস্তা থেকে ছিটকে ৩শ ফুট নীচে পড়ে যায়।

সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় বাসে যাত্রী ও চালক-কর্মী মিলিয়ে ৫০ জনেরও বেশি মানুষ ছিলেন। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ডোডার পুলিশ সুপার-সহ স্থানীয় পুলিশ কর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সেনার উদ্ধারকারী দলকেও খবর দেওয়া হয়েছে।

দুর্টনার বিষয়ে খোঁজ খবর নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং-ও। তিনি বলেন, অসর অঞ্চলে বাস দুর্ঘটনার খবর পাওয়ার পর, এইমাত্র জম্মু ও কাশ্মীরের ডোডার জেলা কমিশনার, হরবিন্দর সিংয়ের সঙ্গে কথা বললাম। দুর্ভাগ্যবশত ৫ জনের মৃত্যু হয়েছে। আহতদের প্রয়োজন অনুযায়ী কিশতওয়ার জেলা হাসপাতাল এবং জিএমসি ডোডায় নিয়ে যাওয়া হচ্ছে। গুরুতর আহতদের অন্য হাসপতালে নিয়ে যেতে হেলিকপ্টার পরিষেবার ব্যবস্থা করা হবে। প্রয়োজনীয় সব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে। আমি সর্বক্ষণ যোগাযোগে রাখছি।