DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪
ঢাকাশুক্রবার ২৬শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় চালকের গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই

News Editor
নভেম্বর ২, ২০২০ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

আমিনুল জুয়েল, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আল-আমিন (১৮) নামে এক ব্যাটারী চালিত অটোরিকশা চালকের গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

এঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই চালককে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা তাঁকে। এঘটনায় অটোরিকশার আগের চালক সোহাগকে (২১) পুলিশ ফাঁড়ি হেফাজতে নেয়া হয়েছে।

আহত আল-আমিন ওই উপজেলার বাগধানা গ্রামের আশরাফুলের ছেলে। রবিবার ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চেরাগপুর ইউনিয়নের স্বরুপপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় নওহাটা মোড়ে শরীরে কাঁদামাটি ও রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে সংবাদ দেন। আহত ওই যুবক হাত দিয়ে তার গলা ধরে ছিল। এসময় সে তেমন কথা বলতেও পারছিল না।

ওই রাতেই পুলিশের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় তাঁকে।

ওই অটোরিকশার মালিক বেলঘরিয়া গ্রামের বিশু ঋষি বলেন, গত বৃহস্পতিবার তিনি তাঁর অটোরিকশাটি চালানোর জন্য সোহাগকে দিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। তিনি জানতে পারেন শনিবার সন্ধ্যায় সোহাগ হাঁপানিয়া বাজার নামক স্থানে আল-আমিন নামে এক যুবককে সেটি চালানোর দায়িত্ব দেন।

এরপর আল-আমিন নওহাটার মোড় থেকে তিনজন যাত্রী নিয়ে স্বরুপপুরের উদ্দেশে রওনা দেন। পথে যাত্রীবেশে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মুখ, হাত ও পায়ে স্কসটেপ পেঁচিয়ে গলায় ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার নওহাটা পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে একটি স্কসটেপ ও একটি ব্যাগ জব্দ করেছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ৪:৩১
  • ৬:২৮
  • ৭:৪৭
  • ৫:২৮