শিরোনাম:
সিলেটে জার্মানের তৈরী পিস্তল উদ্যার
Astha DESK
- আপডেট সময় : ০২:৫০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১১১৬ বার পড়া হয়েছে
জার্মানের তৈরীকৃত একটি পিস্তল উদ্যার করা হয়েছে সিলৈট মহানগরী থেকে। বৃহস্পতিবার রাতে এসএমপির মিডিয়া অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
মিডিয়া অফিসার জানান, বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর বনকলাপাড়ার একটি নিরাপত্তা বেষ্টনীতে থাকা ময়লার স্তুপ থেকে পিস্তলটি উদ্যার করে এয়ারপোর্ট থানা পুলিশ। পিস্তলটি
উদ্যারকৃত পিস্তলের গায়ের মেইড ইন ডব্লিউ.জার্মানী. পারফিক্টা-ইএল এলামেরিন,কল. এইটএমএম লিখা রয়েছে।
বৃহস্পতিবার রাতেই এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ পিস্তলটি জব্দ করেছে।
এমকে/আস্থা