DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫
ঢাকাশুক্রবার ১১ই জুলাই ২০২৫

আজকের সর্বশেষ সবখবর

সিলেটে জার্মানের তৈরী পিস্তল উদ্যার

সিলেট অফিস
জানুয়ারি ৩১, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ
Link Copied!

জার্মানের তৈরীকৃত একটি পিস্তল উদ্যার করা হয়েছে সিলৈট মহানগরী থেকে। বৃহস্পতিবার রাতে এসএমপির মিডিয়া অফিসার এ তথ্য নিশ্চিত করেন।

মিডিয়া অফিসার জানান, বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগরীর বনকলাপাড়ার একটি নিরাপত্তা বেষ্টনীতে থাকা ময়লার স্তুপ থেকে পিস্তলটি উদ্যার করে এয়ারপোর্ট থানা পুলিশ। পিস্তলটি

উদ্যারকৃত পিস্তলের গায়ের মেইড ইন ডব্লিউ.জার্মানী. পারফিক্টা-ইএল এলামেরিন,কল. এইটএমএম লিখা রয়েছে।
বৃহস্পতিবার রাতেই এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ পিস্তলটি জব্দ করেছে।

এমকে/আস্থা

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
[prayer_time]