মোঃ এ কে নোমান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় বাল্যবিবাহের নিষেধাজ্ঞা অমান্য করায় মেয়ের মাকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার উমার ইউনিয়নের বাখরপুর আদিবাসী পাড়ায় ১১ জানুয়ারি রাতে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বাখরপুর গ্রামের মোজাফফর রহমান তার নাবালিকা মেয়ে ছুম্মার বিয়ে পৌর সদরের আমাইতাড়া গ্রামের আবু বক্করের নাবালক ছেলে হৃদয় বাবুর সঙ্গে আয়োজন করেন। স্থানীয়রা তাদের একত্রে পেয়ে আটক করে এবং বিয়ের আয়োজনের বিষয়টি প্রকাশ পায়। ছেলে ও মেয়ে উভয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এ ঘটনায় সরাসরি হস্তক্ষেপ করেন। তিনি বিয়ের আয়োজন না করতে মেয়ের বাবাকে একাধিকবার নিষেধ করেন এবং অভিযোগ থাকলে লিখিত আকারে জমা দিতে বলেন। তবে মেয়ের পরিবার প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের আয়োজন সম্পন্ন করে।
এদিকে, ছেলের বাবা আবু বক্কর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলেকে কৌশলে ডেকে এনে জোর করে বাল্যবিবাহ দেওয়ার চেষ্টা করা হয়েছে।
খবর পেয়ে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিয়ে আয়োজনের খবর টের পেয়ে বর-কনে ও মেয়ের বাবা পালিয়ে যান। তবে মেয়ের মা মোসা. মোহসেনা খাতুন পুলিশের হাতে ধরা পড়েন।
স্থানীয়দের উপস্থিতিতে মোসা. মোহসেনা খাতুন স্বীকারোক্তি দেন যে তিনি বাল্যবিবাহের আয়োজন সম্পন্ন করেছেন। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান বাল্যবিবাহ নিরোধক আইন, ২০১৭-এর ৮ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ১২ জানুয়ারি, মোসা. মোহসেনা খাতুনকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
কারাদণ্ড প্রদান এবং ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া গণমাধ্যমকর্মীরাও এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান এ বিষয়ে বলেন, “বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ এবং এটি প্রতিরোধে আমাদের আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে। এই ধরনের অপরাধ দমনে স্থানীয় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”
এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের সক্রিয় পদক্ষেপের প্রশংসা করেছেন সচেতন মহল।
এমকে/আস্থা