DoinikAstha Epaper Version
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪
ঢাকাবুধবার ১১ই ডিসেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে সোসাইটি ডেভেলপমেন্ট টিমের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Doinik Astha
জুন ২২, ২০২৪ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জে সোসাইটি ডেভেলপমেন্ট টিমের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী ও ক্রেস্ট বিতরণ করা হয়।

এতে সংগঠনের উপদেষ্টা আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোদল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আ. খালেক, আউলিয়ার পাড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মাও. মো. আব্দুল আউয়াল, আরজত আতরজান উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাও. মো. আব্দুর রাজ্জাক গাফুরী, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ ছাড়াও আ’লীগ নেতা মো. সিরাজুল ইসলাম, ডা. রাকিব ফারুকী, হাফেজ রাকিবুল ইসলাম, সমাজ সেবক আক্তার হোসাইন মিরাজ, মুফতি মারুফ হাসান খান কিশোরগঞ্জী, সংঙ্গীত শিল্পী আনোয়ার শাহ আতহারী, কামরুজ্জামন সজিব, মিজানুর রহমান মিজান, আসফাত খান রুবেলসহ সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এসময় সোসাইটি ডেভেলপমেন্ট টিম,কিশোরগঞ্জের আহ্বায়ক রায়হান জামান বিগত পাঁচ বছরে সংগঠনের কর্মসূচীর বাস্তবায়িত সামাজিক উন্নয়নমূলক কাজের ভিডিও চিত্র প্রদর্শনী দেখিয়ে বলেন, ‘২০১৯ সাল থেকে আমরা আমাদের সংগঠনের মাধ্যমে রক্তদান, রাস্তাঘাট, সাঁকো, কালভার্ট মেরামত, সরকারি বিশেষ স্থাপনা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান, দরিদ্রদের চিকিৎসা প্রদান, এতিম শিক্ষার্থীদের বাৎসরিক শিক্ষাসামগ্রী প্রদান, দরিদ্র কৃষকদের কৃষি কাজে সহযোগিতা, দরিদ্রের যাকাত প্রদানের মাধ্যমে দারিদ্র্যতা বিমোচন ও দরিদ্র মেয়েদের বিবাহের ব্যবস্থার মতো মানবিক কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা ও সুপরামর্শ পেলে আমরা আরও দূর এগিয়ে যেতে পারব বলে আশা রাখি ইনশাআল্লাহ’।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সদস্য ফরহাদ ফারুকী ও উবায়দুল্লাহ সাঈদ। অনুষ্ঠান শেষে রক্তদান ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখা ৫০ জন সদস্য ও অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ৩:৩৬
  • ৫:১৫
  • ৬:৩৪
  • ৬:৩০