DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪
ঢাকাবৃহস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে পরশমনি কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রায়হান জামান,কিশোরগঞ্জ
এপ্রিল ২৯, ২০২৩ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পরশমনি কিন্ডারগার্টেন স্কুলের কোমলমতি শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই চৌরাস্তা পরশমনি কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা যুব দলের সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ আল মাসুদ মামুন। এসময় বাংলাদেশ কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোসা. কোহিনুর আফজাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব মো. ইসরাইল মিঞা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয়ের কার্যকরী সদস্য জনাব মো. জিয়া উদ্দিন জিয়া,কিশোরগঞ্জ সদর থানার যুব দলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির ভূইয়া,কিশোরগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি মো. মারুফ মিয়া, বৌলাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব মো. মাহবুবুর রহমান,মো.জাহাঙ্গীর আলম,মো.লিয়াকত আলী,এ্যাডভোকেট মো. আবু বক্কর সিদ্দিক মিলন,আশরাফুল ইসলাম আরিফ, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাজমুল হোসাইন হাদিস, সাবেক ইউপি সদস্য জনাব আব্দুস সালাম,প্রমুখ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালক মো. মাসুদুর রহমান (মাসুদ) এর সঞ্চালনায় প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ ইসরাইল মিয়া বলেন, যোগ্য ও মানবিক মানুষ গড়ে তোলতে ধরাবাঁধা পড়াশোনার বাইরে শিশুদের প্রয়োজনীয়তা ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম আমাদের উপহার দেবে প্রচ- প্রাণশক্তিতে ভরপুর এক নতুন প্রজন্ম যারা আমাদের প্রিয় বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আরো সামনের পথে।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হওয়া বর্ণাঢ্য অনুষ্ঠানে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী লাঠি খেলা (লাইট্টে বারি),চকলেট দৌড়,নাচ, গান, ফ্যাশন শোসহ শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় উপহার প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:১২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:২৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৬
  • ৭:৪৩
  • ৫:৩৩