ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত Logo পাহাড়ে সন্ত্রাসী কার্যকলাপ বাড়াতে টার্গেট সেনাবাহিনী Logo খাগড়াছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাধা প্রদানের প্রতিবাদে ঢাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল Logo একটি স্নাইপার বুলেটই যথেষ্ট: বাঙালি নেতাকে কেএনএফ-এর হুমকি! Logo খাগড়াছড়িতে নাশকতার পরিকল্পনা করছে ইউপিডিএফ Logo সামনে ঘোর অন্ধকার-আমরা ঘুমাচ্ছি Logo খাগড়াছড়িতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুবদলের প্রতিষ্ঠা বাষিকী পালিত Logo কিশোরগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল Logo হোসেনপুরে পুলিশের হাত থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতারা Logo কিশোরগঞ্জ শহরে অটোরিকশার যানজট ও ফুটপাত দখল ভাঙতে মাঠে নামলেন ডিসি ফৌজিয়া খান

সাড়া ফেলছে তাদের ‘চোখ লাল কিসে’

Astha DESK
  • আপডেট সময় : ০২:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৯১ বার পড়া হয়েছে

মোঃ মানিক খান, এসআর রিপোর্টার: জনপ্রিয় বিনোদন মাধ্যম টিকটক, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রীতিমত ভাইরাল হয়েছে তাদের ‘চোখ লাল কিসে’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও।চোখ লাল কিসে গানটিতে কাজ করেছেন প্রায় ২০জন শিল্পী। এর মধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসি, কামরুজ্জামান রাব্বী, রাজু মন্ডল, এসডি সাগর ও এমআর মানিক।

রাতারাতি ভাইরাল হওয়ার গানটির গীতিকার ও সুরকার জনপ্রিয় কণ্ঠশিল্পী খাইরুল ওয়াসি।গানটির সংগীত আয়োজন করেছেন এসডি সাগর।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাশেদ রানা। “জেএল মিউজিক” নামের নতুন মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত হয় গানটি। অসাধারণ চিত্রায়নের মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম রাফি, রাহমান আয়াত, যৌথ খান, জয় সরকার বাপ্পী, জন এলেক্স রয় এবং গল্পের মূল অংশে অভিনয় করেছেন কন্ঠশিল্পীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খায়রুল ওয়াসীর কথা,সুর ও সংগীত পরিচালনায় এসডি সাগরের সংগীতে “চোখ লাল কিসে” গানটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে।

এই বিষয়ে এসডি সাগর, কামরুজ্জামান রাব্বি রাজু মন্ডল ও এম আর মানিক বলেন,খায়রুল ওয়াসীকে অসংখ্য ধন্যবাদ এই গানের সাথে আমাদের সম্পৃক্ত রাখার জন্য।আরো ধন্যবাদ জানাই JL Music এর কর্ণধার রাশেদ রানা ভাইকে আমাদের পুরো টিমের প্রতি আস্থা রাখার জন্য।গানটি যে এভাবে ছড়িয়ে যাবে ভাবতেই পারিনি।খায়রুল ওয়াসী বলেন গানটি অবশ্যই লোক গানে ভিন্ন মাত্রা।একটু ব্যাতিক্রম উপস্থাপন।লোক গানে সম্মিলিত পুরুষ কন্ঠের এমন গান বাংলাদেশি সংগীতে খুবই কম।তার মধ্যে চোখ লাল কিসে গানটি অন্যতমই বলবো।একদম নতুন চ্যানেল থেকে প্রথম গানেই বাজিমাত সকল সামাজিক মধ্যমের বর্তমান এই গানটির পর আরো কিছু গান রেকর্ড করা হচ্ছে। আশাকরি সেসকল গান গুলোও শ্রোতাদের ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা গানটিকে ভালবেসে সম্পৃক্ত থাকার জন্য এবং ছড়িয়ে দেবার জন্য।

এমকে/আস্থা/এসএ

সাড়া ফেলছে তাদের ‘চোখ লাল কিসে’

আপডেট সময় : ০২:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

মোঃ মানিক খান, এসআর রিপোর্টার: জনপ্রিয় বিনোদন মাধ্যম টিকটক, ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও রীতিমত ভাইরাল হয়েছে তাদের ‘চোখ লাল কিসে’ শিরোনামের নতুন একটি মিউজিক ভিডিও।চোখ লাল কিসে গানটিতে কাজ করেছেন প্রায় ২০জন শিল্পী। এর মধ্যে গানটিতে কণ্ঠ দিয়েছেন খায়রুল ওয়াসি, কামরুজ্জামান রাব্বী, রাজু মন্ডল, এসডি সাগর ও এমআর মানিক।

রাতারাতি ভাইরাল হওয়ার গানটির গীতিকার ও সুরকার জনপ্রিয় কণ্ঠশিল্পী খাইরুল ওয়াসি।গানটির সংগীত আয়োজন করেছেন এসডি সাগর।

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রাশেদ রানা। “জেএল মিউজিক” নামের নতুন মিউজিক কোম্পানি থেকে প্রকাশিত হয় গানটি। অসাধারণ চিত্রায়নের মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সাইফুল ইসলাম রাফি, রাহমান আয়াত, যৌথ খান, জয় সরকার বাপ্পী, জন এলেক্স রয় এবং গল্পের মূল অংশে অভিনয় করেছেন কন্ঠশিল্পীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে খায়রুল ওয়াসীর কথা,সুর ও সংগীত পরিচালনায় এসডি সাগরের সংগীতে “চোখ লাল কিসে” গানটি তুমুল জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে।

এই বিষয়ে এসডি সাগর, কামরুজ্জামান রাব্বি রাজু মন্ডল ও এম আর মানিক বলেন,খায়রুল ওয়াসীকে অসংখ্য ধন্যবাদ এই গানের সাথে আমাদের সম্পৃক্ত রাখার জন্য।আরো ধন্যবাদ জানাই JL Music এর কর্ণধার রাশেদ রানা ভাইকে আমাদের পুরো টিমের প্রতি আস্থা রাখার জন্য।গানটি যে এভাবে ছড়িয়ে যাবে ভাবতেই পারিনি।খায়রুল ওয়াসী বলেন গানটি অবশ্যই লোক গানে ভিন্ন মাত্রা।একটু ব্যাতিক্রম উপস্থাপন।লোক গানে সম্মিলিত পুরুষ কন্ঠের এমন গান বাংলাদেশি সংগীতে খুবই কম।তার মধ্যে চোখ লাল কিসে গানটি অন্যতমই বলবো।একদম নতুন চ্যানেল থেকে প্রথম গানেই বাজিমাত সকল সামাজিক মধ্যমের বর্তমান এই গানটির পর আরো কিছু গান রেকর্ড করা হচ্ছে। আশাকরি সেসকল গান গুলোও শ্রোতাদের ভাল লাগবে। সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা গানটিকে ভালবেসে সম্পৃক্ত থাকার জন্য এবং ছড়িয়ে দেবার জন্য।

এমকে/আস্থা/এসএ