বিগ বস জয়ী বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্লা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২ আগস্ট) না ফেরার দেশে চলে গেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বি-টাউনে।
শোক প্রকাশ করেছেন অনেক বলিউড তারকা। হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সকালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন এ অভিনেতা। সঙ্গে সঙ্গে মুম্বাইয়ের কুপার হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার রাতে ঘুমের আগে একটি ওষুধ খেয়েছিলেন সিদ্ধার্থ। সকালে সময়মতো না উঠায় এবং ডাকাডাকি করলে সাড়া না দেওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সিদ্ধার্থ। অভিনয় করেছিলেন কয়েকটি মেগা সিরিয়ালে। ‘বালিকা বধূ’ সিরিয়ালে অভিনয় করে দর্শক মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। এ ছাড়া ‘ঝালক দিখলা যা’, ‘খতড়ো কি খিলাড়ি’সহ একাধিক রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন তিনি।
‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের ১৩তম সিজনে অংশ নিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন সিদ্ধার্থ। ওই আসরে বিজয়ী হয়েছিলেন তিনি। এর আগে ২০১৪ সালে করণ জোহরের প্রযোজনায় ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন সিদ্ধার্থ।