DoinikAstha Epaper Version
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩
ঢাকাবৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

Online Incharge
আগস্ট ২১, ২০২৩ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

 

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার ২১আগষ্ট) ভোরে হলদিবাড়ী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাঁর আনুমানিক বয়স ৩০ বছর। এখন পর্যন্ত তাঁর নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, রবিবার সকাল থেকে পৌর শহরের হলদিবাড়ী এলাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন এক ব্যক্তি। এসময় অনেকে তাকে খাবার ও টাকা দিয়েছেন। ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় হোটেল মালিক আতাউর রহমান বলেন, রবিবার তার হোটেলে গিয়ে খাবার চান ওই ব্যক্তি। এসময় তাকে খাবার ও টাকা দিয়েছেন। তবে, এর আগে কখনো তাকে এলাকাতে দেখা যায়নি।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মোঃ নুরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় পার্বতীপুর জিআরপি থানায় একটি অসাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:৩১
ইফতার শুরু - সন্ধ্যা ৫:৫৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৬
  • ১১:৫৩
  • ৪:১১
  • ৫:৫৬
  • ৭:০৯
  • ৫:৪৭