DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাশনিবার ১৪ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীদের নিয়ে ভৈরব উপজেলা প্রবাসী আ. লীগ সংগঠন গঠিত

News Editor
অক্টোবর ২২, ২০২০ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পূর্ণিমা হোসাইন, ভৈরব উপজেলা প্রতিনিধি: প্রথমবারের মত দেশের বাহিরে ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামী লীগ নামে একটি রাজনৈতিক সংগঠন গঠিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত প্রবাসে বসবাসরত প্রবাসীদের নিয়ে ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামীলীগের যাত্রা শুরু করেছে। ভৈরব উপজেলার সাবেক ছাত্রলীগ, যুবলীগ, স্থানীয় আওয়ামিলীগের সদস্য যারা প্রবাসে বসবাস করেন সেসকল প্রবাসীদেরকে একই বন্ধনে যুক্ত করতে উক্ত সংগঠনটি গঠিত করা হয়েছে বলে জানা যায়।

উক্ত সংগঠনের তরফ থেকে সাংবাদিকদের জানানো হয়, প্রবাসে ভৈরব উপজেলার সুনাম অক্ষুন্ন রাখতে এবং প্র‍য়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের জন্ম ভূমিতে এমপি নাজমুল হাসান পাপনের হাতকে শক্তিশালী করার লক্ষে বহুদিনের আকাঙ্ক্ষা ও প্রচেষ্টার মাধ্যমে জাহাঙ্গীর সরকার ও জি.আর মানিক এর উদ্যোগে ২৭ই সেপ্টম্বর ২০২০ সালে ”ভৈরব উপজেলা প্রবাসী আওয়ামীলীগ’ নামে অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রাথমিক সদস্য প্যানেল ঘোষণা করা হয়।

গাড়িচালকরা মাদকাসক্ত কিনা জানতে ডোপ টেস্ট করতে হবে: প্রধানমন্ত্রী

উক্ত প্যানেলে প্রবাসী ভৈরবের উপজেলার সাবেক ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামিলীগ’ এর মিলন মেলার ফলে ২২ দিনব্যাপী আলোচনা সাপেক্ষে একটি পরিচালনা পরিষদ গঠন করার হয়। গত ১৮ই অক্টোবর জুম মিটিং এর মাধ্যমে সকলের সমর্থনে একটি পরিচালনা পরিষদের সকল সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হয়। উক্ত পরিচালনা পরিষদে যারা রয়েছেন, তারা হলেন- প্রধান উপদেষ্টা: মাসুম সরকার মন্টু (নিউ জার্সি, আমেরিকা), উপদেষ্টা: কাজী আবদুল মান্নান (ভেনিস, ইতালী), বাকের সওদাগর (রোম, ইতালী), লিটন মিয়া (সুইজারল্যান্ড), জহিরুল ইসলাম (মনফালকোনে, ইতালী), বশির আহমেদ (মনফালকোনে, ইতালী), সুলতানা নিগার মিতা (রোম,ইতালী), আওলাদ হোসেন চৌধুরী (আনকোনা, ইতালী), মনিরুজ্জামান (ইংল্যান্ড), মোঃ জাবেদ উল্লাহ (মনফালকোনে,ইতালী), রইছ মিয়া (মনফালকোনে, ইতালী), মোঃ মিনু মিয়া (রোম, ইতালী), মোঃ দীন ইসলাম মিয়া (রোম, ইতালী)
নির্বাহী পরিচালক: হাজী মোঃ জসিম উদ্দিন (রোম, ইতালী)

পরিচালক: নাসির উদ্দিন (রোম, ইতালী), সালাম মোহাম্মদ কাউসার (ভেনিস, ইতালী), হাবিবুর রহমান হাবিব (বার্মিংহাম, ইংল্যান্ড), জাহাঙ্গীর সরকার (মনফালকুনে, ইতালী), কাজী রোনাক (ভেনিস, ইতালী), শেখ ইসহাক (রোম, ইতালী), জি.আর মানিক (রোম, ইতালী), তৌফিকুল ইসলাম (মনফালকোনে, ইতালী), রানা ইসলাম (ফ্লোরেন্স, ইতালী), মাসুদুর রহমান মাসুদ (জার্মান), মোঃ সোহেল মিয়া (ভেনিস, ইতালী), আনোয়ার হোসাইন (রোম,ইতালী), রাহাদ মিয়া (রোম, ইতালী), মেহেদী হাসান (দুবাই), মোঃ রাসেল (গ্রীস), সাইদ খোকন (সৌদি আরব), মুজাহিদুল ইসলাম রতন (রোম, ইতালী), বকুল আহমেদ (লা স্পেছছিয়া, ইতালী), সোলাইমান হোসাইন (ভেনিস,ইতালী), রাসেল রানা (রোম, ইতালী), সগির আহমেদ (মনফালকোনে, ইতালী)

আরো পড়ুন :  ছাত্র-জনতার বাঁধায় সাদুল্লাপুর হাসপাতালে যোগদান করতে পারেনি বিতর্কিত প্রধান সহকারী জাহাঙ্গীর

প্রতিনিধি ইংল্যান্ড: কাজী জুয়েল, কাতার প্রতিনিধি: জাকির হোসেন, সুইজারল্যান্ড প্রতিনিধি: আইয়ান জুনায়েদ, ফ্রান্স প্রতিনিধি: লোকমান হোসাইন, দক্ষিণ আফ্রিকা প্রতিনিধি: হৃদয় আহমেদ, মালয়েশিয়া প্রতিনিধি: মনির আহমেদ, সিঙ্গাপুর প্রতিনিধি: হাবিবুর রহমান, ভেনিস ইতালী প্রতিনিধি: শহিদুল ইসলাম, আবুধাবী আরব আমিরাত প্রতিনিধি: শিপুন মিয়া, সৌদি আরব প্রতিনিধি: মেহেদী হাসান কাওসার, মনফালকোনে ইতালী প্রতিনিধি: ইসমাইল হোসাইন, কুয়েত প্রতিনিধি: মোঃআলাউদ্দিন, দুবাই আরব আমিরাত প্রতিনিধি:শাহ জালাল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৫
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১১
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১১:৫৯
  • ৪:২৩
  • ৬:১১
  • ৭:২৫
  • ৫:৪২