DoinikAstha Epaper Version
ঢাকাশুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩
ঢাকাশুক্রবার ৮ই ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে নিহত-১, আহত-১

Online Incharge
অক্টোবর ২৯, ২০২৩ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

বাজিতপুরে চলন্ত ট্রেনের নিচে পড়ে নিহত-১, আহত-১

 

নুরুজ্জামান/বাজিতপুর প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুরে ঢাকাগামী চলন্ত এগারসিন্দুর গোধূলি ট্রেনের নিচে পড়ে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। আজ রবিবার (২৯ অক্টোবর) দুপুর পোনে ২টার দিকে উপজেলার সরারচর স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ফেকু রাজবন (৮০) ও আহত গেন্দু রাজবন (৫৫)। আহত গেন্দু রাজবনের একটি পা দ্বিখণ্ডিত হয়ে যাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা উভয়েই সরারচর রেলওয়ে কলোনির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র মতে জানা যায়, সরারচর রেললাইন ধরে দুই ব্যক্তি হাঁটছিল। এ সময় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলী ট্রেনটি দূর থেকে হুইসেল বাজিয়ে ছুটে আসে। কিন্তু উভয়েই শুনতে না পাওয়ায় ট্রেনের সামনে ঢুকে পড়লে ট্রেনের ধাক্কায় দূরে ছিটকে পড়েন তারা।

পরে আশঙ্কাজনক অবস্থায় ফেকু রাজবনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরারচর রেলস্টেশন মাস্টার রতিশ বিশ্বাস বলেন, দাপ্তরিক কাজে ব্যস্ত থাকার কারণে এই বিষয়ে সঠিক তথ্য আমার কাছে নেই। তবে শুনেছি দুজন সরারচর রেলওয়ে কলোনির বাসিন্দা এবং তারা মদ্যপ অবস্থায় রেল লাইনের উপর ঘোরাঘুরি করার সময় এই দুর্ঘটনা ঘটে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩৩
  • ৬:২৭