DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ১৫ই জুলাই ২০২৪
ঢাকাসোমবার ১৫ই জুলাই ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বাসচাপায় যুবদল দুই নেতার মৃত্যু

Abdullah
অক্টোবর ৩১, ২০২৩ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

বাসচাপায় যুবদল দুই নেতার মৃত্যু

 

হাবিবুর রহমান মুন্না/কুমিল্লা প্রতিনিধিঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মঠুয়া এলাকার তাজমহল হোটেলের সামনে বাসচাপায় মোটরসাইকেল আরোহী যুবদলের দুই নেতা নিহত হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) রাতে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের লালবাগ গ্রামের মৃত আবদুল ওহাব কেরানীর ছেলে দেলোয়ার হোসেন (৪০)। তিনি সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব।

অপরজন সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের গিলাতলী গ্রামের মোহন মিয়ার ছেলে ইরফানুল হক মানিক (৪১)। তিনি সদর দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

চৌদ্দগ্রাম হাইওয়ে থানার এসআই টিপু রায় বলেন, কুমিল্লা থেকে ফেনীগামী যমুনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চৌদ্দগ্রাম উপজেলার মঠুয়া এলাকার তাজমহল হোটেলের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক। হাসপাতাল থেকে পরিবারের সদস্যরা লাশ দুটি নিয়ে গেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৩:৫২
ইফতার শুরু - সন্ধ্যা ৬:৫৩
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৩:৫৭
 • ১২:০৮
 • ৪:৪৩
 • ৬:৫৩
 • ৮:১৭
 • ৫:১৯