ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ফুলবাড়ীয়ায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার Logo শেখ হাসিনার মামলার রায় ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার Logo বাংলাদেশ বেতার থেকে মানবতাবিরোধী অপরাধের রায় সরাসরি সম্প্রচার Logo সচিবালয়ে সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী Logo কঙ্গোতে তামার খনি ধসে নিহত ৪০ Logo ২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে সীমিত থাকবে যান চলাচল: আইএসপিআর Logo শাহজালালে পুশকার্টের ধাক্কায় ‘ভেঙে গেছে’ এয়ার ইন্ডিয়ার বিমানের চাকা Logo কারওয়ান বাজারে দুটি ককটেল বিস্ফোরণ, সীমানা নিয়ে দুই থানার ‘ঠেলাঠেলি’ Logo আ.লীগের লকডাউনেও গণপরিবহন চলবে: শ্রমিক ফেডারেশন Logo কিশোরগঞ্জ-১ আসনের তরুণ ও প্রবীণ ভোটারদের আস্থার প্রতীক ভিপি ওয়ালী উল্লাহ রাব্বানী

বিএনপির বিরুদ্ধে পুলিশের মামলায় ছাত্রলীগ নেতা আসামি!

News Editor
  • আপডেট সময় : ০৬:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০
  • / ১০৮১ বার পড়া হয়েছে

সিলেটের বিশ্বনাথে বিএনপির ১৫৫ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলায় আসামি করা হয়েছে রফিকুল বারী রুপু মিয়া নামের এক ছাত্রলীগ নেতাকে। তিনি উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৯ অক্টোবর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

নির্বাচনে পুলিশের কাজে বাধা, হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলায় দশঘর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫৫ জন নেতাকর্মীর সঙ্গে ২৮ নম্বর আসামি করা হয় ওই ছাত্রলীগ নেতাকে।

রফিকুল বারী রুপু মিয়া জানান, তিনি দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ঘটনার দিন নিজ ভোটকেন্দ্র রায়কেলি স্কুলে এজেন্ট ছিলাম। রাত ৯টায় আমরা কেন্দ্রে থেকে বের হই। মাছুখালী বাজার কেন্দ্রের ওই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। অনৈতিক সুবিধার পেতে ছাত্রলীগ করা সত্ত্বেও আমাকে আসামি করা হয়েছে। বিএনপি নেতাদের সাথে কারা, কিভাবে আমাকে আসামি করল? এটি খতিয়ে দেখা দরকার।

বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, ভিডিও ও স্থিরচিত্র চিত্র দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকলে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। ভুলক্রমে কেউ আসামি হয়ে থাকলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৭ বছর পর গত ২৯ অক্টোবর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবেদুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি প্রার্থী এমাদ উদ্দিন খান। ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মাছুখালি নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় যৌথ ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম নিয়ে কেন্দ্র ত্যাগ করতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় নির্বাচনী কাজে ব্যবহৃত পিকআপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ১২০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করে। 

বিএনপির বিরুদ্ধে পুলিশের মামলায় ছাত্রলীগ নেতা আসামি!

আপডেট সময় : ০৬:০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২০

সিলেটের বিশ্বনাথে বিএনপির ১৫৫ নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মামলায় আসামি করা হয়েছে রফিকুল বারী রুপু মিয়া নামের এক ছাত্রলীগ নেতাকে। তিনি উপজেলার দশঘর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৯ অক্টোবর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচনকে ঘিরে সহিংসতার ঘটনায় বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

নির্বাচনে পুলিশের কাজে বাধা, হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মামলায় দশঘর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১৫৫ জন নেতাকর্মীর সঙ্গে ২৮ নম্বর আসামি করা হয় ওই ছাত্রলীগ নেতাকে।

রফিকুল বারী রুপু মিয়া জানান, তিনি দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ঘটনার দিন নিজ ভোটকেন্দ্র রায়কেলি স্কুলে এজেন্ট ছিলাম। রাত ৯টায় আমরা কেন্দ্রে থেকে বের হই। মাছুখালী বাজার কেন্দ্রের ওই ঘটনার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা ছিল না। অনৈতিক সুবিধার পেতে ছাত্রলীগ করা সত্ত্বেও আমাকে আসামি করা হয়েছে। বিএনপি নেতাদের সাথে কারা, কিভাবে আমাকে আসামি করল? এটি খতিয়ে দেখা দরকার।

বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, ভিডিও ও স্থিরচিত্র চিত্র দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকলে অপরাধী যেই হোক আইনের আওতায় আনা হবে। ভুলক্রমে কেউ আসামি হয়ে থাকলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ১৭ বছর পর গত ২৯ অক্টোবর উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবেদুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি প্রার্থী এমাদ উদ্দিন খান। ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মাছুখালি নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় যৌথ ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জাম নিয়ে কেন্দ্র ত্যাগ করতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় নির্বাচনী কাজে ব্যবহৃত পিকআপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ১২০ বিএনপি নেতাকর্মীকে আসামি করে থানায় মামলা দায়ের করে।