DoinikAstha Epaper Version
ঢাকাশনিবার ২রা ডিসেম্বর ২০২৩
ঢাকাশনিবার ২রা ডিসেম্বর ২০২৩

আজকের সর্বশেষ সবখবর

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স আটক

Online Incharge
নভেম্বর ৪, ২০২৩ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স আটক

আস্থা ডেস্কঃ

বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

আজ শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাড্ডার তার বোনের বাসা থেকে তাঁকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন, ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড্ডায় তাঁর (এমরান সালেহ প্রিন্স) বোনের বাসা থেকে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মোঃ ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আটক করার তথ্য আমার জানা নেই।

ঢাকা মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুজ্জামান ও ছাত্রদলের সহসভাপতি নাজমুল আহসানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি তাঁদের তুলে নিয়ে যান।

এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ৫:১৪
 • ফজর
 • যোহর
 • আছর
 • মাগরিব
 • এশা
 • সূর্যোদয়
 • ৫:১০
 • ১১:৫১
 • ৩:৩৫
 • ৫:১৪
 • ৬:৩২
 • ৬:২৪