DoinikAstha Epaper Version
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪
ঢাকাসোমবার ৯ই সেপ্টেম্বর ২০২৪

আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন সাকিব, দিলেন অবসরের বার্তাও

আস্থা নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রিটাঙ্গণে চলমান অস্থিতিশীল অবস্থার মাঝে এবার বিস্ফোরক এক ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের পর আর এক মুহূর্তের জন্যও দলের নেতৃত্বে থাকবেন না বলে জানিয়েছেন তিনি। জানিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তার ভাবনাও।

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে বুধবার ভারতে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। এর আগের দিন টি-স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দেন সাকিব। যা প্রচার হয়েছে বুধবার রাতে ১১টার পর। সেখানে তামিম ও দলের বর্তমান অবস্থা নিয়ে অনেক কথাই বলেছেন সাকিব।

তামিম ওয়ানডে নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডের নেতৃত্বও নিতে হয় আগেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে থাকা সাকিবকে। গুঞ্জন আছে, সাকিব নাকি শর্ত সাপেক্ষে ওয়ানডে অধিনায়কত্ব নিতে রাজি হয়েছেন।

এ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে সাকিব বলেন,’ একটা শর্তও দিইনি। কেউ যদি বলে আমি একটা শর্ত দিয়েছি যে আমি এটা চাই, এ রকম হলে ভালো হতো, কিন্তু কেউ বলতে পারবে না। একটা শর্তও না। যখন আমি এগুলো  নিউজে দেখেছি, শুধু হেসেছি।  কখনো বলিনি। এখনকার যে বাস্তব পরিস্থিতি আছে, আমি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব। একদিন পরেও না।’

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সেহরির শেষ সময় - ভোর ৪:২৩
ইফতার শুরু - সন্ধ্যা ৬:১৬
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৮
  • ১২:০০
  • ৪:২৬
  • ৬:১৬
  • ৭:৩১
  • ৫:৪১